এক সময়ের আলোচিত বলিউড জুটি অভিনেতা-প্রযোজক সোহেল খান ও ফ্যাশন ডিজাইনার সীমা কিরণ সাজদেহ। ২৪ বছর একসঙ্গে সংসারের পর বছর চারেক আগে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। নানা সময়ে দুজনকেই এই বিচ্ছেদ নিয়ে কথা বলতে দেখা গেছে। নতুন করে আবারও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সীমা।
অতীতের কথা স্মরণ করে সাবেক সোহেলপত্নী বলেন, ‘আমরা যখন বিয়ে করি তখন দুজনের বয়সই খুব কম ছিল। আমার বয়স তখন মাত্র ২২ বছর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভিন্ন ভিন্ন পথে এগোতে থাকি আমরা। আমাদের চিন্তা-ভাবনাও বদলে যায়। একসময় বুঝতে পারি, আমরা স্বামী-স্ত্রীর চেয়ে ভালো বন্ধু।’
মরণোত্তর পদ্ম ধর্মেন্দ্রকে, বলিউডে আর কে কে পেলেন এই সম্মান?
নিজেদের পরিবারের ভালোর কথা ভেবেই দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন জানিয়ে সীমা বলেন, ‘প্রতিদিন মারামারি করার চেয়ে আলাদা হওয়াই ভালো ছিল। আমরা বাড়ির পরিবেশ নষ্ট করতে চাইনি। ঝগড়া-বিবাদের চেয়ে আলাদা হওয়াই ভালো। আমরা স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি। কিন্তু পরিবার হিসেবে নয়। সে (সোহেল) আমার সন্তানদের বাবা, এটা কোনোদিন বদলাবে না।’
এমকে/টিএ