জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী নগর বাউলখ্যাত মাহফুজ আনাম জেমস তার তৃতীয় বিয়ে সম্পন্ন করেছেন। এক বছরেরও বেশি সময় আগে গোপনে বিয়ে করলেও বুধবার তিনি তার স্ত্রীর পরিচয় প্রকাশ্যে আনেন। একইসঙ্গে তিনি সম্প্রতি পুত্র সন্তানেরও বাবা হয়েছেন।
জেমসের ব্যক্তিগত জীবনে এটি তার তৃতীয় বিয়ে। এর আগে তিনি দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রথি, ১৯৯১ সালে বিবাহিত জুটি ২০০৩ সালে বিচ্ছেদ করেন। এই সংসার থেকে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে।
তার দ্বিতীয় বিবাহ বেনজীর সাজ্জাদের সঙ্গে, যিনি তার সঙ্গে পরিচয় হয় ২০০০ সালে। যুক্তরাষ্ট্রে গিয়ে তারা বিয়ে করেন। ২০১৪ সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
জেমস জানিয়েছেন, তার তৃতীয় স্ত্রী হলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিন। ২০২৩ সালের জুনে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে তাদের পরিচয় হয়। এক বছরের প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে জেমস-নামিয়া দম্পতির ঘরে আসে পুত্রসন্তান, নাম রাখা হয়েছে জিবরান আনাম। পরিবার সহ এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তানসহ দেশে ফেরেন তারা।
এবি/টিএ