স্ত্রীর বয়স ৩৩ হলেই টম ক্রুজের বিচ্ছেদ!

হলিউডের সুপারস্টার টম ক্রুজের ব্যক্তিজীবন যেমন রোমাঞ্চে ভরপুর, তেমনই তার প্রেমজীবনও সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক অদ্ভুত কাকতালীয় তথ্য পুরো বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে—টম ক্রুজের তিন সাবেক স্ত্রীর বয়স ঠিক ৩৩ বছর হলে তাদের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে!

১৯৮৭ সালের মে মাসে অভিনেত্রী মিমি রজার্সের সঙ্গে প্রথম বিয়ে করেন টম ক্রুজ। ১৯৯০ সালে মাত্র তিন বছরের সংসার ভেঙে যায় তাদের। একই বছর ডিসেম্বরেই নিকোল কিডম্যানের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন এই ‘মিশন ইম্পসিবল’ তারকা। ১১ বছর সংসার করার পর ২০০১ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। এরপর ২০০৬ সালে অভিনেত্রী কেটি হোমসকে বিয়ে করেন ক্রুজ, যার থেকে তাদের মেয়ে সুরি জন্ম নেয়। কিন্তু এই সম্পর্কও টেকেনি, ২০১২ সালে ছয় বছরের মাথায় বিচ্ছেদ হয় তাদের।

ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় এখন একটি বিষয় চোখে পড়েছে  মিমি রজার্স, নিকোল কিডম্যান ও কেটি হোমস এই তিনজনেরই টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের সময় বয়স ছিল ঠিক ৩৩ বছর। অর্থাৎ, টম ক্রুজের সংসার যেন এই সংখ্যার সাথে গোপন কোনো রহস্যে বাঁধা।

এই তথ্য নিয়ে উবার ফ্যাক্টস নামে একটি এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করা হয়, যেখানে বলা হয়, টম ক্রুজ তার তিন স্ত্রীর সঙ্গেই বিচ্ছেদ করেছেন যখন তাদের বয়স ছিল ৩৩। সিনেমার পর্দায় দুর্দান্ত সব ইম্পসিবল মিশনে সফল হলেও স্ত্রীদের ৩৩ বছর বয়সের ভয়টা কাটিয়ে উঠতে পারেননি টম ক্রুজ।



আলোচনায় আরও বাড়তি রং যোগ করেছে এই ৩৩ সংখ্যার সায়েন্টোলজি ধর্মে থাকা বিশেষ তাৎপর্য। এই ধর্মের প্রতিষ্ঠাতা এল. রন হববার্ড ৩৩ সংখ্যাকে ‘মানুষকে আলোকিত করার এবং ভাগ্যের পথে পরিচালিত করার প্রতীক’ হিসেবে বর্ণনা করেছেন। যেহেতু টম ক্রুজ একজন সায়েন্টোলজি ধর্মপ্রাণ অনুসারী, তাই অনেকেই ধারণা করছেন, হয়তো এই সংখ্যার সঙ্গে তার ব্যক্তিগত বিশ্বাসের গভীর কোনো সম্পর্ক রয়েছে।

বিচ্ছেদের পর ২০০১ সালে ডেভিড লেটারম্যান শোতে নিকোল কিডম্যান টম ক্রুজের সম্পর্কে সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে বলেছিলেন, এখন আমি অবশেষে হাই হিল পরতে পারব, যা নিয়ে আলোচনা হয়েছে টম ক্রুজের উচ্চতার সঙ্গে। নিকোল বলেছিলেন, সবকিছু পেরিয়ে এসেছি, এখন এগিয়ে যাওয়ার সময়।

নিকোল ও টম তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান দত্তক নিয়েছিলেন। তারা হলেন ইসাবেলা (৩২) ও কনর (৩০)। পরে কিডম্যান গায়ক কিথ আরবানকে বিয়ে করেন। তার সঙ্গে সংসারে দুই কন্যা সানডে রোজ (১৭) ও ফেইথ মার্গারেট (১৪) এর জননী তিনি।

অন্যদিকে কেটি হোমস ও টম ক্রুজের মেয়ে সুরি জন্ম নেয় ২০০৬ সালে বিয়ের সাত মাস পর। ২০১২ সালে কেটি হঠাৎ করেই বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং মাত্র ১১ দিনের মধ্যেই সেটি সম্পন্ন হয়। প্রতিবেদনে বলা হয়, কেটির উদ্বেগ ছিল সুরির সায়েন্টোলজি ধর্মে বড় হওয়া নিয়ে।

এবি/টিএ

Share this news on:

সর্বশেষ

img

জুলাই গণহত্যা

শেখ হাসিনার রায় সম্পর্কে জানা যাবে দুপুরে Oct 23, 2025
img
কিমোনো পরে মেয়ের জন্মদিনে নতুন রূপে শাবনূর Oct 23, 2025
img
কিংস পার্টি নিজেদের অপবাদ গা থেকে সরাতে নাটক করতেছে : মাসুদ কামাল Oct 23, 2025
img
ওয়ানডে ক্যারিয়ারে কখনও এত কঠিন সময়ের মুখোমুখি হননি কোহলি Oct 23, 2025
img
শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় শেষ দিনের যুক্তিতর্ক আজ Oct 23, 2025
img
অতীতের করা সব ধরনের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতে আমির Oct 23, 2025
img
আসিয়ান সম্মেলনে যোগ দিচ্ছেন না মোদি, যাবেন না মালয়েশিয়া Oct 23, 2025
img
জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় পেলো রিয়াল Oct 23, 2025
img
মৃত্যুর আগের দিন কী ঘটেছিল শুটিং সেটে Oct 23, 2025
img
সালমান খানের বাড়িতে যাতায়াত,ফোন পেয়েছিলেন বিদ্যা বালানেরও Oct 23, 2025
img
পশ্চিম তীর দখলের বিল ট্রাম্পের শান্তি পরিকল্পনার জন্য হুমকি : রুবিও Oct 23, 2025
img
মা হারালেন মেহের আফরোজ শাওন Oct 23, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি Oct 23, 2025
img
কপিল শর্মার পর এবার নিশানায় পাঞ্জাবি গায়ক তেজি কাহলন Oct 23, 2025
img
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, প্রাণহানি অন্তত ৪০ Oct 23, 2025
img
এইচএসসি পাসের হার কম, বিশ্ববিদ্যালয়গুলোতে ফাঁকা থাকছে ১১ লাখ আসন Oct 23, 2025
img
অস্ত্রোপচারের পর নতুন জটিলতায় অভিনেত্রী দীপিকা কক্কর Oct 23, 2025
img
‘ব্যক্তিগত মাহি অনেক সাধারণ’ Oct 23, 2025
img
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শেষ হচ্ছে আজ Oct 23, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি আজ Oct 23, 2025