যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর আমরা এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে দিন পার করেছি। নেতাকর্মীরা নির্মম নির্যাতন-নিপীড়নের শিকার হওয়ার পরও দলের প্রতি আনুগত্য থেকে এক চুলও নড়েনি।
তিনি বলেন, আমাদের ছাত্ররা শুধু ছাত্রদল করার অপরাধে শিক্ষাজীবন শেষ করতে পারেনি, ছাত্ররা শ্রেণিকক্ষ চেনার পূর্বেই চিনতে হয়েছে আদালতের এজলাস, শিক্ষকদের চেনার আগে চিনতে হয়েছিল আদালতের আইনজীবীকে। এরপরও আমাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া যাবে না।
বুধবার (২২ অক্টোবর) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুবদল সাধারণ সম্পাদক।
নূরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের জনগণ সমর্থন করেছে। তার এই জনকল্যাণমূলক পদক্ষেপ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। এজন্যই বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে।
পথসভায় তিনি আরও বলেন, যারা যুবদল করেছেন শুধু যুবদল করার অপরাধে তারা চাকরি থেকে বিতাড়িত ও বঞ্চিত হয়েছেন। যদিও আমরা শুনেছিলাম ঘরে ঘরে চাকরি দেওয়া হবে কিন্তু ১৬ বছরের শাসক গোষ্ঠীর প্রতি আনুগত্যের বাইরে বাংলাদেশে কেউ চাকরি পায়নি। শুধু চাকরি হারিয়েছে তা নয়, অনেকেই ভিটেমাটি হারিয়েছে, আবার অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে।
এসময় চরফ্যাশন উপজেলা বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর