ভারতের টেস্ট দলে নেই প্রায় এক বছর ধরে। এবার ভারতের ‘এ’ দলেও জায়গা হলোনা ব্যাটার সারফারাজ খানের। অথচ নতুন মৌসুমের আগে ওজন কমিয়ে ফিরিয়ে এনেছেন ফিটনেস।
এছাড়া ব্যাট হাতেও দারুণ ফর্মে আছেন তিনি।
তার পরও কেন সুযোগ পাচ্ছেন না ২৮ বছর বয়সী ব্যাটসম্যান, এ নিয়ে ক্রিকেট মহলে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সম্প্রতি স্কোয়াড ঘোষণা করে ভারত ‘এ’ দল। আর সে দলে নেই সারফারাজ। আর এতে ভারতের টেস্ট দলে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে এই ব্যাটারের জন্য।
গত বছরের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল ভারত। সে টেস্ট সিরিজে ছয় ইনিংস ব্যাট করে তার মধ্যে পাঁচ ইনিংসেই ব্যর্থ হন সারফারাজ। তবে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৫ বলে ১৫০ রানের একটি দুর্দান্ত ম্যারাথন ইনিংস খেলেন তিনি।
এরপরই দল থেকে ছিটকে যান তিনি।
পরে ক্রিকেট কোচ বাবা নাওশাদ খানের সঙ্গে ফিটনেস নিয়ে কাজ করে ১৭ কেজি ওজন কমান তিনি।
মৌসুম শুরুর পর ব্যাট হাতেও তিনি রানের স্রোত বইয়ে দেন। গত অগাস্টে বুচি বাবু টুর্নামেন্টে তামিলনাড়ুর বিপক্ষে ৯৮ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে গিয়ে তিনি খেলেন ১১৪ বলে ১৩৮ রানের ইনিংস। পরের ম্যাচে হারিয়ানার বিপক্ষে ৮৪ রানে ৪ উইকেট পড়ার পর করেন ১১২ বলে ১১১।
এর আগে মে-জুন মাসে ভারতীয় ‘এ’ দলের ইংল্যান্ড সফরে একটি ম্যাচে স্রেফ এক ইনিংস খেলার সুযোগ পান সারফারাজ।
ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ক্যান্টারবুরিতে ওই ইনিংসে তিনি করেন ৯২ রান।
পরে রঞ্জি ট্রফিতে প্রথম ম্যাচে ৪২ ও ৩২ রান করে আউট হলেও তার ফর্ম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।
তবে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দলের ভেতর পাঁচ নম্বর পজিশনে লোকেশ রাহুল থাকায় জায়গা হয়নি সারফারাজ। এছাড়া, রাভিন্দ্রা জাদেজা, ওয়াশিংটন সুন্দার, নিতিশ কুমার রেড্ডিও পাঁচে খেলেন। আর কোচ গৌতাম গাম্ভিরের অলরাউন্ড সামর্থ থাকা ক্রিকেটার দলে পছন্দ হওয়ায় এই তিনজন অলরাউন্ডারের জায়গা প্রায় পাকা বলা যায়। এতেই জায়গা হারিয়েছেন তিনি।
ভারতের সাবেক এক নির্বাচক পিটিআইকে বলেছেন, মুম্বাইয়ের রাঞ্জি দলে তিন নম্বরে খেলা উচিত সারফারাজের। এর কারণ হিসেবে তিনি বলেছেন, ভারতের টেস্ট দলে এখন তিন নম্বর জায়গাটিই কেবল একটু নড়বড়ে।
আইকে/এসএন