শেখ হাসিনার পক্ষে জুলাই সনদকে বিলোপ সাধন ও অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করেছেন বিএনপি ছেড়ে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া ফয়জুল করিম। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার একটি অসাংবিধানিক সরকার। প্রধান উপদেষ্টার শপথও অবৈধ।’
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন এই আইনজীবী।
কিশোরগঞ্জের সাবেক এই বিএনপি নেতা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশে আসবেন বা চলে এসেছেন।’
শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করে তিনি বলেন, ‘আমি পাগলের প্রলাপ বকতে পারি, কিন্তু মুজিবকন্যা শেখ হাসিনা পাগলের প্রলাপ বকার মতো মহিলা না। এটা বাংলাদেশের সবাই জানে।’
প্রসঙ্গত, ফয়জুল করিম গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন।
তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুল করিমের ছেলে।
কেএন/টিকে