বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ভারতের তামিলনাড়ুতে অবস্থান করছে। এরই মধ্যে সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামীকাল শুক্রবার সন্ধ্যার মধ্যে লঘুচাপটি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে প্রাথমিকভাবে এর তেমন কোনো প্রভাব দেশের ওপর পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সম্ভাব্য লঘুচাপটি স্থলভাগে ওঠার পর আগামী বুধবার থেকে দেশে বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘এই সম্ভাব্য লঘুচাপটিও ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর দিকে যেতে পারে। তবে স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হতে পারে। সেই সঙ্গে পশ্চিমা বাতাসের ধাক্কায় মেঘ আকারে আমাদের দেশের দিকে আসতে পারে।
ফলে ২৯ অক্টোবরের (বুধবার) দিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টি হতে পারে।’
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে, ৩৬.৫ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
কেএন/টিকে