মাগুরা শহরের জামরুলতলা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল ও ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত বিপুল পরিমাণ নকল ও ভেজাল শিশুখাদ্য পুড়িয়ে ফেলা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শহরের জামরুলতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স ভাই ভাই স্টোর ও মামুন স্টোরে বিপুল পরিমাণ অননুমোদিত, নিম্নমানের ও ভেজাল শিশুখাদ্য জব্দ করা হয়। এছাড়া পণ্যগুলোতে কোনো অনুমোদনের সিল পাওয়া যায়নি। এ সময় ভাই ভাই স্টোরের মালিক বিপুল সরদারকে ৩০ হাজার টাকা এবং মামুন স্টোরের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মামুন স্টোরকে দশ দিন দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, অননুমোদিত নকল ও মেয়াদবিহীন খাবার শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অপরাধের কারণে দুটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকার জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্কও করা হয়েছে। অভিযানে বাজারের অন্যান্য দোকানও তদারকি করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযান শেষে জব্দকৃত বিপুল পরিমাণ নকল ও ভেজাল শিশুখাদ্য পুড়িয়ে ফেলা হয়।
আরপি/এসএন