যুক্তরাজ্যে আলোচিত মামলায় হারলো অ্যাপল

অ্যাপ ডেভেলপারদের কাছ থেকে অন্যায্য কমিশন নেওয়ার মাধ্যমে নিজেদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে অ্যাপল লন্ডনের একটি ট্রাইব্যুনাল এই রায় দিয়েছেন। এই রায়ের ফলে মার্কিন প্রযুক্তি সংস্থাটিকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে হতে পারে।

যুক্তরাজ্যের কম্পিটিশন আপিল ট্রাইব্যুনাল বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) এই মামলার বিচারে অ্যাপলের বিরুদ্ধে রায় দেয়। যুক্তরাজ্যের লক্ষ লক্ষ আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীর পক্ষে এই মামলাটি করা হয়েছিল।

CAT তার রায়ে বলেছে, অ্যাপল ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২০ সালের শেষ পর্যন্ত অ্যাপ বিতরণের বাজারে প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করে এবং ডেভেলপারদের ওপর "অতিরিক্ত ও অন্যায্য মূল্য চাপিয়ে দিয়ে তার প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে।

অ্যাপল জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। প্রতিষ্ঠানটির মতে, এই রায় "অ্যাপ অর্থনীতির বিকাশমান ও প্রতিযোগিতামূলক পরিবেশ সম্পর্কে একটি ত্রুটিপূর্ণ দৃষ্টিভঙ্গি' তুলে ধরে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছ থেকে ডেভেলপারদের ওপর ধার্য করা ফি নিয়ে অ্যাপল ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে।

বাদীদের পক্ষ থেকে এই মামলার মূল্য প্রায় ১.৫ বিলিয়ন পাউন্ড (২ বিলিয়ন ডলার) বলে দাবি করা হয়েছিল। আগামী মাসে একটি শুনানিতে ক্ষতির পরিমাণ কীভাবে গণনা করা হবে এবং আপিলের জন্য অ্যাপলের আবেদন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই রায় এমন এক সময়ে আসলো যখন বিগ টেককে নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে প্রণীত নিয়মের অধীনে অ্যাপ স্টোরের শর্তাবলী নিয়ে ইউরোপীয় অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকদের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে।

ব্রিটিশ শিক্ষাবিদ রেইচেল কেন্ট, যিনি এই মামলাটি এনেছিলেন, যুক্তি দেন যে অ্যাপল অ্যাপ বিতরণ এবং ইন-অ্যাপ কেনাকাটার ক্ষেত্রে সমস্ত প্রতিযোগিতা বাদ দিয়ে "অতিরিক্ত মুনাফা" করেছে।

জানুয়ারিতে বিচার শুরু হলে তার আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে, অ্যাপলের "১০০% একচেটিয়া অবস্থান" তাদের অ্যাপ ডেভেলপারদের ওপর সীমাবদ্ধ শর্তাবলী এবং অতিরিক্ত কমিশন চাপিয়ে দেওয়ার সুযোগ করে দিয়েছে, যা অ্যাপল অস্বীকার করেছিল।

CAT তার রায়ে বলেছে, অ্যাপ কেনার ক্ষেত্রে ১৭.৫ শতাংশ কমিশন এবং অ্যাপলের ধার্য করা কমিশনের (যা কেন্টের আইনজীবীদের মতে সাধারণত ৩০ শতাংশ) মধ্যে যে পার্থক্য, সেটাই ডেভেলপারদের ওপর অতিরিক্ত চার্জ করা হয়েছে। ট্রাইব্যুনাল আরও রায় দিয়েছে যে, অ্যাপ ডেভেলপাররা এই অতিরিক্ত চার্জের ৫০ শতাংশ গ্রাহকদের ওপর চাপিয়ে দিয়েছে।

একজন অ্যাপল মুখপাত্র বলেছেন, "এই রায় অ্যাপ স্টোর কীভাবে ডেভেলপারদের সফল হতে সাহায্য করে এবং গ্রাহকদের অ্যাপ আবিষ্কার ও নিরাপদে অর্থ প্রদানের জন্য একটি নিরাপদ, বিশ্বস্ত জায়গা দেয়, তা উপেক্ষা করে।

এই মামলাটি ব্রিটেনের নবগঠিত সমষ্টিগত মামলা ব্যবস্থার অধীনে কোনো প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে প্রথম গণ-মামলা যা বিচারে গড়িয়েছে। এই ব্যবস্থাটি চলতি বছর তার ১০ম বার্ষিকী উদযাপন করছে।

তবে গুগল, অ্যামাজন এবং মাইক্রোসফটের মতো অন্যান্য প্রযুক্তি জায়ান্টরাও CAT-এ অনুরূপ মামলার মুখোমুখি হচ্ছে। গুগল প্লে স্টোরে অ্যাপ ডেভেলপারদের ওপর ধার্য করা কমিশন নিয়ে একটি মামলা ২০২৬ সালের অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র অল আলিয়া

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ব্যাংক লুটের চেয়ে ভোট ভিক্ষা উত্তম : হাসনাত আব্দুল্লাহ Jan 23, 2026
img
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা জারি Jan 23, 2026
img
যুক্তরাষ্ট্রকে অল্পতেই গুঁড়িয়ে দিল বাংলাদেশ Jan 23, 2026
img
লবণ শ্রমিকদের সঙ্গে সালাহউদ্দিন আহমদের সেলফি Jan 23, 2026
img

বিপিএল ফাইনাল

টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম Jan 23, 2026
img
অবশেষে এয়ারলাইন্সের সারচার্জ কমিয়ে ১৪.২৫ শতাংশ করল সরকার Jan 23, 2026
img
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটির মামলা: কুমার শানুর পক্ষেই রায় আদালতের Jan 23, 2026
img
হেলিকপ্টারে করে মাঠে এলো বিপিএলের ট্রফি Jan 23, 2026
img
বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী মিলন Jan 23, 2026
img
সুপ্রিম কোর্ট সচিবালয়ে ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ Jan 23, 2026
img
নির্বাচনকে ঘিরে নানা ধরনের চক্রান্ত চলছে: আমানউল্লাহ আমান Jan 23, 2026
img
ক্ষমতায় গেলে দিনাজপুরকে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের Jan 23, 2026
img
শুটিং ফেলে আসার পর ‘প্রিন্স’ নিয়ে শাকিবের নতুন বার্তা! Jan 23, 2026
img
রোববার ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান Jan 23, 2026
img
পুরান ঢাকার জটিল সমস্যাগুলোর স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের Jan 23, 2026
img

জাতীয় নির্বাচন

সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Jan 23, 2026
img
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র Jan 23, 2026
img
ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত: শফিকুর রহমান Jan 23, 2026
img
দিনাজপুরকে সিটি করপোরেশন করে গড়ে তোলা হবে: জামায়াত আমির Jan 23, 2026
img
ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেয়ার আহ্বান জামায়াত আমিরের Jan 23, 2026