ভারতে যাত্রীবাহী এসি বাসে আগুন, নিহত বেড়ে ১৯

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে দুর্ঘটনার পর একটি বিলাসবহুল বাসে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসটিতে অন্তত ৪৩ জন যাত্রী ছিলেন। কুর্নুল জেলার উলিন্দাকোন্ডার কাছে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বাসটি মধ্যরাতে হায়দ্রাবাদ থেকে যাত্রা শুরু করে এবং রাত সাড়ে ৩টার দিকে জাতীয় সড়ক ৪৪ (এনএইচ-৪৪)-এর কুর্নুলের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে দুর্ঘটনার সম্মুখীন হয়।
পুলিশের ধারণা, মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়েছে।

এনডিটিভির সাথে আলাপোলে কুর্নুলের কালেক্টর ড. এ সিরি বলেন, দুর্ঘটনার সময় তার ছিঁড়ে যাওয়ার কারণে বাসটির দরজা জ্যাম বা আটকে যায়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মিনিটের মধ্যেই বাসটি আগুনে পুড়ে যায়।

কুর্নুলের পুলিশ সুপার বিক্রান্ত পাতিল এনডিটিভিকে বলেন, ‘রাত ৩টার দিকে কাবেরী ট্রাভেলসের একটি বাস হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। এটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটি বাসের নিচে আটকে যায়। সম্ভবত সেখান থেকে আগুনের সূত্রপাত হয়।’

তিনি আরও বলেন,ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি টিম এখানে আছে এবং আগুন লাগার সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। এসি বাস হওয়ায় যাত্রীদের জানালা ভাঙতে হয়েছে। যে ভাঙতে পেরেছে সে বেঁচে গেছে।
যাত্রী তালিকা অনুযায়ী, বাসটিতে চালক এবং বাস কর্মীসহ কমপক্ষে ৪০ জন ছিলেন। দুর্ঘটনার সময় বেশ কয়েকজন ঘুমিয়ে ছিলেন এবং এ কারণে তাদের অনেকে আগুন থেকে বেরিয়ে আসতে পারেননি বলে মনে করা হচ্ছে।

প্রতিবেদন অনুসারে, উদ্ধার করা বা জানালা ভেঙে বের হতে পারা ২৩ জন যাত্রীর মধ্যে ১৫ জন বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাস থেকে লাফিয়ে পড়ার কারণে তাদের বেশিরভাগই আহত হয়েছেন।

আর এই অগ্নিকাণ্ডে ১৯ জন মারা গেছেন বলে জানিয়েছে এনডিটিভি। যদিও ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে তারতম্য রয়েছে।

এদিকে, এ দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ এরইমধ্যে শোক জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতারা।

সূত্র: এনডিটিভি

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

জীবন নিয়ে অনুপ্রেরণামূলক বার্তা দিলেন পরীমনি! Oct 25, 2025
img
বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র-যুবসমাজের জন্য কাজ করবে: শামা ওবায়েদ Oct 25, 2025
ক্যারিয়ারের বিরতিতে যাচ্ছেন জাহ্নবী! Oct 25, 2025
দীর্ঘদিন ভোগান্তির পর এবার নতুন পল্টুন পেয়ে আনন্দিত চরফ্যাশনের কয়েক হাজার মানুষ। Oct 25, 2025
'আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই' আগুনে সব হারিয়ে ব্যক্তির আর্তনাদ! Oct 25, 2025
'আল্লাহ আমি কারো ক্ষতি করি নাই, আমারে কেন আগুন দিলো' Oct 25, 2025
ভোটপ্রক্রিয়া ঘিরে জামায়াতের ‘ব্ল্যাকমেইলিং’ অভিযোগ রুমিনের Oct 25, 2025
মিরপুরে আগুন যা বললেন গার্মেন্টস মালিক ও বায়ার Oct 25, 2025
জলাশয় সংকটে ভয়াবহ অগ্নি ঝুঁকিতে ফেনী শহর Oct 25, 2025
অক্টোবরেই ২০০ আসনে বিএনপির গ্রিন সিগন্যাল Oct 25, 2025
img
তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে সরকারকে : সাইফুল হক Oct 25, 2025
img
নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রাণ ফিরেছে বগালেক ও কেওক্রাডংয়ে Oct 25, 2025
img
সিনেমায় তিন মাসের জন্য এসেছিলাম, ২৬ বছর কেটে গেল বুঝতেই পারিনি: শাকিব খান Oct 25, 2025
img
মিরপুরে আগুনের সূত্র এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস Oct 25, 2025
img
অতীতের মতো আবারও বিএনপি-জামায়াত দ্বন্দ্বে লিপ্ত : মঞ্জু Oct 25, 2025
img
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করল সৌদি Oct 25, 2025
img
খেলা দেখতে আসার আহ্বান জানালেন বাংলাদেশ অধিনায়ক Oct 25, 2025
img
ইসকন নিষিদ্ধের দাবিতে জাবিপ্রবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Oct 25, 2025
img
১০০ মিটারে পদক নেই বাংলাদেশের, হিটই শেষ করতে পারেননি শিরিন Oct 25, 2025
img
ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নেই : দুলু Oct 25, 2025