গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে এই মন্তব্য করেছেন বাংলাদেশে রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তিনি বলেন, বাংলাদেশে আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার মধ্য দিয়ে নতুন সরকার ও সামনে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে হবে। ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেলে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নীতি ও স্বার্থ এগিয়ে নেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ আগামী বছরের শুরুতে ভোট দিতে যাবে। এটি দেশটির কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। একটি নতুন সরকার এবং একটি নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে।
মনোনীত এই রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। যদি নিশ্চিত হই, তাহলে আমি বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তার গণতান্ত্রিকভাবে নির্বাচিত উত্তরসূরির সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য ঢাকা দূতাবাসের টিমের নেতৃত্ব দিতে উন্মুখ।
একইসাথে মার্কিন ব্যবসার জন্য সুযোগ তৈরি, বাণিজ্য বাধা ও ঘাটতি কমিয়ে দু'দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। গেল ২ সেপ্টেম্বর তাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টিজে/টিকে