ইসকন নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা, বুয়েটছাত্র শ্রীশান্ত রায়ের মুসলিম ছাত্রীকে ধর্ষণসহ বিভিন্ন ঘটনায় ইসকন অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ করে সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান।
তাদের দাবি, দেশে শান্তিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হলে ইসকন নিষিদ্ধের বিকল্প নেই।
হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আলী উসমানের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগরীর প্রচার সম্পাদক ইকবাল খলিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইযহার ও নাসির মুনির, কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল হালিম, রিদওয়ানুল ওয়াহেদ, আশরাফ বিন ইয়াকুব ও আনাস বিন আব্বাস।
হেফাজত নেতারা বলেন, যেভাবে অপরাধে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ করা হয়েছে, যেভাবে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের অন্যায়ের কারণে বিচারের আওতায় আনা হয়েছে, ঠিক সেভাবেই ইসকনের মতো উগ্র সংগঠনকেও আইনের আওতায় আনতে হবে। তারা আইনজীবী আলিফকে হত্যা করেছে। সারা দেশে ব্যাপক আকারে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ইসলামী নেতারা ও ইমাম-খতিবদের ওপর হামলা চালিয়েছে। এমনকি গাজীপুরে গুমের ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে।
বক্তারা আরও বলেন, সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সরকার যেন এই সন্ত্রাসী সংগঠনকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে। দেশে শান্তিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইসকনকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়।
টিজে/টিকে