সম্প্রতি গাজীপুরে খতিব মাওলানা মহিব্বুল্লাহকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক গুমের প্রতিবাদ ও মুসলিম নারীদের ধর্ষণের দায়ে ইসকনকে সন্ত্রাসী রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমআ বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে শহীদ রফিক-জব্বার হল চত্বর ঘুরে ১০নং হল হয়ে বটতলায় এসে শেষ হয়। এসময় তাদের 'ব্যান ব্যান, ইস্কন'; 'ইস্কনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও'; 'অপহরণ ধর্ষণ, ইস্কন ইস্কন'; 'স্বৈরাচারের সঙ্গী, ইস্কন তুই জঙ্গি' প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গাজীপুরে ইমামকে গুম ও ১৩ বছরের মুসলিম তরুণীকে গণধর্ষণ, বুয়েটে শ্রীশান্ত রায় কর্তৃক ইসলাম অবমাননা ও ছাত্রীকে ধর্ষণ এবং গতবছর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার দায়ে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। তারা ইসকনকে বাংলাদেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি এবং ফ্যাসিবাদের পুনর্বাসনের হাতিয়ার হিসেবে উল্লেখ করেন।
জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক ও শাখা শিবিরের স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক শাফায়েত মীর বলেন, দেশে লাগাতার ধর্ষণ, নিপীড়ন ও ইসলামবিদ্বেষী অপতৎপরতা সমাজে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। টঙ্গীতে মসজিদের খতিবকে অপহরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার একটি অপচেষ্টা। রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনী যদি এসব ঘটনার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে শিক্ষার্থীরা সহিংস আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। আমরা সকল শিক্ষার্থী ও দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সিফাতুল্লাহ বলেন, চট্টগ্রামে উগ্রবাদী ইস্কনের হামলায় নিহত সাইফুল আমার ভাই, বুয়েটে শ্রীশান্তের নেশার ঘোরে ধর্ষণ করা মেয়েটি আমাদের বোন। আমরা সবাই সাইফুল। আমারা হচ্ছি সেসব ইমাম-খতিব যাদের ইস্কন গুম করে ভারতীয় বর্ডারে ফেলে এসেছে। আমরা যদি এই উগ্রবাদী সংগঠনকে এখনই থামিয়ে দিতে না পারি, সরকার যদি এখনই ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে অদূর ভবিষ্যতে এরা ঘোষণা দিয়েই আমাদের ইমাম-খতিবদের গুম করবে। অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আনজুম শাহরিয়ার বলেন, ’আমাদের মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে, যারা আমাদের ঈমানের শিক্ষা দেয় সেই ইমামদের বলে বলে গুম করা হচ্ছে। অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পুলিশ ধর্ষিতাকে দোষী সাব্যস্ত করে অফিসিয়াল বিবৃতি দিচ্ছে। আমরা বলে দিতে চাই, আমাদের আবেগ নিয়ে খেলবেন না, আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিবেন না। গতবছর ইসকন নামের হিন্দুত্ববাদী সংগঠন আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছিল, এক বছর পার হয়ে গেলেও আমরা ভাই হত্যার বিচার এখনও পাইনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আমাদের মা বোনদের নিয়ে, আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না।’
উল্লেখ্য, সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে এক ইমাম জুমার খুতবায় 'হিন্দুত্ববাদী আগ্রাসন' ও 'লাভ ট্র্যাপ' নিয়ে সচেতনতামূলক বক্তব্য দিলে ইসকনের নাম লেখা উড়োচিঠিতে হুমকি পেয়ে আসছিলেন। পরে তাকে অপহরণ করে হিন্দুবাদী সংগঠন ইসকন। পঞ্চগড়ের একটি সীমান্তবর্তী এলাকায় শিকল দিয়ে গাছের সাথে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে সেখানকার এলাকাবাসী।
ইউটি/টিএ