গাজায় ইসরায়েলের হামলার অন্যতম কট্টর সমালোচক এবং ন্যাটো সদস্য তুরস্ক, প্রথম দিকে পরোক্ষভাবে যুক্ত থাকলেও পরে যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে যোগ দিয়েছে। গত মাসে হোয়াইট হাউসে এরদোয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরে তুরস্কের ভূমিকা বৃদ্ধি পায়।
এরদোয়ান উপসাগরীয় অঞ্চলে আঞ্চলিক সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের বলেন, তুরস্ক হিসেবে আমরা যুদ্ধবিরতি নিশ্চিত করতে সাধ্যমতো সবকিছু করছি। হামাসের পক্ষ যুদ্ধবিরতি মেনে চলছে। বস্তুত, তারা প্রকাশ্যে তাদের অঙ্গীকারের কথা বলছে। অন্যদিকে, ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে।
শুক্রবার তার দপ্তর থেকে প্রকাশিত মন্তব্যের প্রতিলিপি অনুযায়ী, তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত যুক্তরাষ্ট্র, ইসরায়েলের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও চুক্তি মেনে চলা নিশ্চিত করতে আরও বেশি কিছু করুক।
তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা আরোপ, অস্ত্র বিক্রি বন্ধের মতো পদক্ষেপের মাধ্যমে ইসরায়েলকে তার প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য করতে হবে।
আঙ্কারা জানিয়েছে যে তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকির জন্য একটি টাস্ক ফোর্সে যোগ দেবে, প্রয়োজন অনুযায়ী তাদের সশস্ত্র বাহিনী সামরিক বা বেসামরিক সক্ষমতায় কাজ করতে পারে এবং তারা গাজা উপত্যকার পুনর্গঠনে সক্রিয় ভূমিকা পালন করবে।
তথ্যসূত্র রয়টার্স।
পিএ/টিএ