চট্টগ্রামের ছয় স্থানে মিলছে ৪৫ টাকার পেঁয়াজ

চট্টগ্রাম নগরের ছয়টি স্পটে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নগরীর ছয়টি স্থানে পেঁয়াজ বিক্রি করা হয় বলে জানান টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমেদ।

স্থানগুলো হচ্ছে- নগরীর কোতোয়ালী মোড়, দামপাড়া পুলিশ লাইন সংলগ্ন এলাকা, পাহাড়তলি, হালিশহর, বায়েজিদ ও বন্দর থানা সংলগ্ন সড়ক। এদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এক কেজি করে পেঁয়াজ কিনেছেন।

একজন সর্বোচ্চ ১ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। পর্যায়ক্রমে নগরীতে আরো স্পট বাড়ানো হবে। এরইমধ্যে আমদানিও বাড়বে এবং দেশি জাতের পিয়াজও বাজারে আসবে। তখন দাম এমনিতেই কমে আসবে।

টিসিবির চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন আহমেদ বলেন, প্রতি ট্রাকে ১ টন করে প্রথম দিন ছয়টি ট্রাকে বিক্রি করা হয়েছে। ছয়টি ট্রাকের সব পেঁয়াজ বিক্রি হয়ে গেছে।

তিনি জানান, বুধবারও ট্রাকে করে পেঁয়াজ বিক্রি হবে। বিক্রি করা পেঁয়াজ মিয়ানমারের। প্রতি কেজি ৪৫ টাকা করে বিক্রি করা হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: