চানখারপুলে ৬ হত্যা : ২০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে ১২তম দিনের মতো সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী রোববার (২ নভেম্বর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৬ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

অন্য সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন ২০ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আবদুস সালাম। তিনি জব্দতালিকার সাক্ষী হিসেবে রয়েছেন। গত বছরের ৫ আগস্ট তার সামনে চানখারপুলে হত্যাযজ্ঞ চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিজের মোবাইলে সেসব দৃশ্যের ভিডিও ধারণ করেন তিনি। সাক্ষ্যে এমনটিই জানিয়েছেন সালাম।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, মামুনুর রশীদসহ অন্যরা।

গত ১৬ অক্টোবর দ্বিতীয় দিনের মতো এ মামলায় অবশিষ্ট সাক্ষ্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। ৯ অক্টোবর তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে শেষ না হওয়ায় অবশিষ্ট জবানবন্দি নিতে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-১।

১৯ নম্বর সাক্ষী হিসেবে নিজের সাক্ষ্যে জুলাই-আগস্ট আন্দোলনের পুরো পটভূমি তুলে ধরেন আসিফ মাহমুদ। একইসঙ্গে গত বছরের ৫ আগস্ট চানখারপুলে চালানো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতার বিবরণ দেন। এমনকি ডিবি পরিচয়ে রাতের আঁধারে নিজেকে গুম করার কথাও জবানবন্দিতে পেশ করেন তিনি। এসব ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সরাসরি জড়িতদের দায়ী করেন এই উপদেষ্টা।

এ মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন- শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ‍ও মো. নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ১৪ জুলাই চানখারপুলের মামলাটির পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
অবহেলায় মেরে ফেলা হলো জুবিনকে: গরিমা শইকীয়া Oct 26, 2025
img
রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ নেই : আমির খসরু Oct 26, 2025
আরপিওর ২০ ধারায় পরিবর্তন: ইসিকে বিএনপির চিঠি Oct 26, 2025
img
মিরপুরে আগুনের ১২ দিন পর আরও এক নারীর মরদেহ উদ্ধার Oct 26, 2025
img
চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা হয়ে উঠুক তরুণরা : শিক্ষা উপদেষ্টা Oct 26, 2025
img
ট্রাম্পের ‘সময় নষ্ট’ মন্তব্যে রাশিয়ার প্রতিক্রিয়া Oct 26, 2025
img
পাকা কলা ঘুষ খাওয়ায় জেলা পরিষদ কর্মকর্তাকে বদলি Oct 26, 2025
সূরা ফাতিহার ফজিলত | ইসলামিক জ্ঞান Oct 26, 2025
নাগরিক সমাবেশে যা বললেন শামসুজ্জামান দুদু Oct 26, 2025
নুরকে নিয়ে স্মৃতিচারণে যা বললেন বিএনপি নেতা আলাল Oct 26, 2025
দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লা নগরীর কান্দিখাল Oct 26, 2025
img

শাকিব খান

আপনি নিজেকে যত বেশি জানবেন, তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে Oct 26, 2025
img

সারজিস আলম

আমরা জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হতে আসি নাই Oct 26, 2025
img
ভারতকে ১২৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ Oct 26, 2025
img
জাকের পার্টির পতাকাতলে দেশবাসী নিরাপদ : আমীর ফয়সাল Oct 26, 2025
img

এনবিআর

বেনাপোল স্থলবন্দরে আগের নিয়মে আমদানি-রপ্তানি Oct 26, 2025
img
রোহিত-বিরাটের সমালোচকদের উদ্দ্যেশে সুনীল শেট্টির কড়া বার্তা Oct 26, 2025
img
সেবামূলক প্রতিষ্ঠানকে নির্বাচনি দায়িত্ব না দেওয়ার দাবি অযৌক্তিক : গোলাম পরওয়ার Oct 26, 2025
img
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মালয়েশিয়ায় বিক্ষোভ Oct 26, 2025
img
মা হারালেন পরিচালক অনিমেষ আইচ Oct 26, 2025