ডিজিটাল দুনিয়ায় বড় এক পালাবদল শুরু হয়েছে। এতদিন পর্যন্ত যেসব স্ট্রিমিং জায়ান্ট—নেটফ্লিক্সসহ—ভারতের সিনেমাগুলোর ডিজিটাল রাইটসের জন্য আগেভাগে মোটা অঙ্কের টাকা দিত, এখন তারা সেই নিয়ম পাল্টে ফেলেছে। নির্দিষ্ট দামে আগাম চুক্তির বদলে এখন অর্থ নির্ধারিত হবে ছবির বক্স অফিস পারফরম্যান্স অনুযায়ী। ফলে সিনেমা মুক্তির পর কতটা দর্শক টানতে পারল, তার ওপরই নির্ভর করবে ডিজিটাল দামের অঙ্ক।
এই পরিবর্তনে সবচেয়ে বেশি নাড়া খেয়েছে টলিউড। কারণ স্যাটেলাইট ও হিন্দি ডাবিং রাইটসের বাজারে বড় পতনের পর প্রযোজকরা মূলত ওটিটি বিক্রির ওপরই ভরসা করছিলেন। কিন্তু নতুন চুক্তিতে যদি ছবি হলে মুখ থুবড়ে পড়ে, তাহলে সেই প্রত্যাশিত টাকা থেকে কাটা পড়ছে অর্ধেকেরও বেশি। চুক্তিতেই স্পষ্ট করে লেখা আছে—বক্স অফিসে ব্যর্থ মানেই ডিজিটাল আয়েও বড় ধাক্কা।
অর্থাৎ, এখন আর নিশ্চয়তা নেই ‘ওটিটি রিকভারি’র। শুধুমাত্র বক্স অফিসে হিট ছবিগুলোকেই মিলবে মোটা অঙ্কের ডিজিটাল চুক্তি। প্রযোজকরা তাই এখন বাজেট, কাস্টিং, এমনকি মুক্তির সময় নিয়েও নতুনভাবে ভাবছেন। এক কথায়, এই নিয়ম সিনেমা ব্যবসার খেলাটা পাল্টে দিয়েছে।
যেখানে একসময় সিনেমা ফ্লপ হলেও ডিজিটাল রাইটস বিক্রি করে অনেকটা ক্ষতি পুষিয়ে নেওয়া যেত, এখন সেই রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। নতুন এই পারফরম্যান্স-ভিত্তিক চুক্তি পুরো ইন্ডাস্ট্রির হিসাব-নিকাশটাই উলটে দিচ্ছে।
এসএন