রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘সময় নষ্ট’ মন্তব্যের সঙ্গে সঙ্গে এর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলেছে, ট্রাম্পই প্রথমে বৈঠক পেছানোর প্রস্তাব দেন।
আরও বলা হয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্র- দুই দেশই মনে করেছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠকে দেরি না করাই শ্রেয়। তবে দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকের জন্য আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ও রুশ প্রেসিডেন্টের মধ্যে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি। শেষ মূহূর্তে বৈঠক স্থগিত করা হয়। তবে বৈঠকের জন্য কূটনৈতিক তৎপরতা চলছে বলে বিভিন্ন সূত্র জানায়।
এরই মধ্যে শনিবার (২৫ অক্টোবর) ট্রাম্প মন্তব্য করেন, পুতিনের সঙ্গে দেখা করে তিনি আর সময় নষ্ট করতে চান না। এশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমাকে জানাতে হবে যে, আমরা একটি চুক্তি করতে যাচ্ছি। তা না হলে আমি আমার সময় নষ্ট করব না।
ট্রাম্প আরও বলেন, ভ্লাদিমির পুতিনের সাথে আমার সবসময়ই ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন তা খুবই হতাশাজনক পর্যায়ে চলে গেছে। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ক্রেমলিন বলেছে, দুই পক্ষ আলোচনা করেই কিছুটা সময় নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক বাতিল হয়ে গেছে, এমন কথা মানতে নারাজ রাশিয়া। রয়টার্সের প্রতিবেদন মতে, ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার (২৬ অক্টোবর) বলেন, ‘শুধুমাত্র বৈঠকে বসতে হবে বলে বৈঠকে বসতে পারেন না প্রেসিডেন্টরা। বৈঠকের নামে তারা সময় নষ্ট করতে পারেন না।’
‘তারা (পুতিন ও ট্রাম্প) উভয়েই এ বিষয়ে একমত। তাই তারা রুশ পরাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওকে এই প্রক্রিয়ার (বৈঠকের) প্রস্তুতির জন্য নির্দেশ দিয়েছেন। এটি একটি জটিল প্রক্রিয়া’, যোগ করেন তিনি।
আরপি/এসএন