প্রিমিয়ার লিগে টানা চতুর্থ পরাজয়ে বিপর্যস্ত লিভারপুল। শনিবার রাতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-২ গোলে হারের পর দলীয় অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক খোলাখুলি সমালোচনা করেছেন সতীর্থদের, একই সঙ্গে নিজেকেও দায়ী করেছেন দলের এই অবস্থার জন্য।
ব্রেন্টফোর্ডের মাঠে পুরো ম্যাচেই লড়াইয়ে পিছিয়ে ছিলেন ডাচ এই সেন্টার-ব্যাক। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগর থিয়াগোর শারীরিক খেলার সঙ্গে তাল মেলাতে না পেরে দ্বিতীয়ার্ধে পেনাল্টিও দেন ভ্যান ডাইক, যা থেকে গোল পায় স্বাগতিকরা।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টস-এর সঙ্গে সাক্ষাৎকারে হতাশ ভ্যান ডাইক বলেন, ‘আমরা টানা নয় ম্যাচ ধরে ক্লিন শিট রাখতে পারিনি। তখন অনেকে ডিফেন্স, কোনো নির্দিষ্ট খেলোয়াড় বা সেট পিসকে দায় দিচ্ছে। কিন্তু এটা পুরো দলের সমস্যা। সবাইকে এখন আয়নায় তাকাতে হবে, আমাকেও।
তবে তিনি একই সঙ্গে গত মৌসুমে লিভারপুলের সাফল্যে যারা উল্লাস করেছিল, সেই সমর্থকদেরও এখন পাশে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা শুধু কথা বলেই এই অবস্থা থেকে বের হতে পারব না। প্রতিদিন কঠোর পরিশ্রম করছি, ট্রেনিংয়ে কাজ করছি। কিন্তু সময়টা সত্যিই কঠিন।
এখন আমাদের একে অপরের প্রয়োজন, সমর্থকদের প্রয়োজন, যারা গত মৌসুমে আমাদের সাফল্যে উল্লাস করেছিল, তাদের এখন আরও বেশি পাশে থাকতে হবে।’ ভ্যান ডাইকের ভাষায়, ‘আমাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় আছে; আক্রমণেও, রক্ষণেও। আমি বিশ্বাস করি আমরা ফিরে আসব। তবে বাস্তবতা হলো, এখন আমরা শুধু একটি ক্লিন শিট আর একটি জয়ের অপেক্ষায় আছি।’
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচে লিভারপুলের বিপক্ষে গোল হয়েছে ২১টি, যেখানে গত মৌসুমের একই পর্যায়ে ছিল মাত্র ৯টি। শেষ চার ম্যাচেই রেডসরা হজম করেছে ৮ গোল। ফলে বর্তমান চ্যাম্পিয়নদের রক্ষণভাগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে অ্যানফিল্ড জুড়ে।
এসএস/টিকে