নির্বাচনের তফসিল ঘোষণা হলে অন্তর্বর্তী সরকারের কাজ হলো নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করা বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন।
সোমবার (২৭ অক্টোবর) ভোলার চরফ্যাশনে বিআইডব্লিউটিএ'র নব নির্মিত বেতুয়া লঞ্চের টার্মিনাল ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
নৌ পরিবহন উপদেষ্টা বলেন, যেসব রুটে ড্রেজিংয়ের অভাবে নৌ চলাচল ব্যাহত হচ্ছে, সেসব জায়গায় ড্রেজিং করা হবে। সার্ভে করে ড্রেজিংয়ের জন্য বিআইডব্লিউটিএকে নির্দেশ দেওয়া আছে বলেও জানান তিনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কমিশনকে সহযোগিতা করবেন। তবে নির্বাচন পরিচালনা করার কাজ ইসির। তফসিল ঘোষণা হলে, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনারের নির্দেশ মেনে চলবে বলেও আশ্বস্ত করেন সাখাওয়াত হোসেন।
কেএন/এসএন