ফরিদপুরের ভাঙ্গায় ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে ভোর রাত পর্যন্ত পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করে এবং বিভিন্ন ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন বাধন মাতুব্বর (২৩), পার্থ মাতুব্বর (২৫), সজিব (২২), আকাশ (২১), বাধঁন (২২) ও সাকিব (১৯)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, ২৬ অক্টোবর বিকেলে ফরিদ খাঁন তার ইজিবাইক নিয়ে ভাঙ্গা বাজার থেকে পুলিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়।
পথিমধ্যে সলিলদিয়া ফাঁকা জায়গায় ব্রিজের নিকট পৌঁছালে সেখানে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা তাকে মারধর করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় এবং তার কাছে থাকা নগদ ৮ হাজার ২শ টাকা জোরপূর্বক নিয়ে যায়।
ওসি আরো বলেন, অভিযোগ পেয়েই বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ছিনতাই ও চুরির সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
পিএ/টিএ