জ্যামাইকা চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় হারিকেন মেলিসার সরাসরি আঘাতের মুখে পড়তে যাচ্ছে। ইতিমধ্যে দেশটিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি হতে পারে শুধু ২০২৫ সালের সবচেয়ে ভয়ংকর ঘূর্ণিঝড়ই নয়, বরং জ্যামাইকার ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ঝড়। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, মেলিসার সর্বোচ্চ বাতাসের গতি ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার) — যা ক্যাটাগরি ৫ মাত্রার, অর্থাৎ হারিকেনের সর্বোচ্চ স্তর। বর্তমানে ঝড়টি ক্রমেই শক্তি বৃদ্ধি করছে এবং মঙ্গলবার সকালে জ্যামাইকায় স্থলভাগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
এর আগে এই ভয়াবহ ঝড়ে হাইতি ও ডমিনিকান রিপাবলিকে চারজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত মোট সাতজনের প্রাণহানি ঘটেছে।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মেলিসার গতিবেগ তুলনামূলক ধীর হওয়ায় এটি দীর্ঘ সময় ধরে ভারি বৃষ্টিপাত ঘটাতে পারে, যার ফলে ব্যাপক বন্যা ও ভূমিধসের ঝুঁকি মারাত্মকভাবে বাড়বে।
এনএইচসি-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতাসের গতি ও নিম্নচাপের মাত্রার হিসেবে মেলিসা এখন পর্যন্ত ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড়।
বিবিসির অংশীদার সিবিএস (সিবিএস) জানিয়েছে, যদি বর্তমান গতিতে এটি জ্যামাইকায় আঘাত হানে, তবে এটি হবে ১৮৫১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেন।
সোমবার সন্ধ্যায় জ্যামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ জানিয়েছে, ঝড়ের আঘাতের আগেই তিনজনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ অবস্থান অনুযায়ী, মেলিসা বর্তমানে রাজধানী কিংস্টন থেকে প্রায় ১৪৫ মাইল (২৩৩ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এবং এটি ঘণ্টায় ৩ মাইল (৬ কিলোমিটার) গতিতে পশ্চিম-উত্তর-পশ্চিমমুখী হয়ে অগ্রসর হচ্ছে।
এনএইচসি পরিচালক মাইকেল ব্রেনান বলেছেন, জ্যামাইকার মানুষদের আমি অনুরোধ করছি, দয়া করে বাইরে বের হবেন না। বিপর্যয়কর বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে, যা জীবননাশের কারণ হতে পারে।
কেএন/টিকে