পচা ইলিশে সয়লাব চাঁদপুর মাছঘাট, ভোক্তা অধিদপ্তরের অভিযান

মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শিকার করা বিপুল পরিমাণ ইলিশ উঠছে চাঁদপুরের বাজারে। এসব মাছের বেশিরভাগই নরম ও পচা। অভিযান শেষ হওয়ার পর গত তিনদিন ধরে চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারের এ দৃশ্য দেখা যাচ্ছে। বিপুল পরিমাণ পচা মাছ আসায় বড় স্টেশন এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ।

ক্রেতারা বলছেন, অভিযানের সময় চুরি করে ধরা এসব মাছ বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়। আর অভিযান শেষেই অসাধু ব্যবসায়ীদের হাত ধরে নিম্নমানের এসব মাছ আনা হয় বাজারে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাছঘাটে দেখা গেছে, দক্ষিণাঞ্চল থেকে আসা ৭-৮ টি বড় ইলিশের ট্রলারে বরফ দিয়ে মজুদকৃত ইলিশ মাছঘাটে নামানো হচ্ছে, যা নরম ও পচা। এসব ইলিশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ট্রলারে থাকা ইলিশগুলো পচে গেলেও আড়তের সামনে স্তূপ করে রেখে হাকডাকে বিক্রি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাছ ব্যবসায়ী জানান, মূলত মা ইলিশ রক্ষায় নিষিদ্ধ সময়ে উপকূলীয় অঞ্চলে ধরা ইলিশ ট্রলার বোঝাই করে নিয়ে আসা হচ্ছে এই মাছ ঘাটে। তাই এসব ইলিশের মান ভালো না। তাছাড়া ভোক্তা অধিদপ্তরের অভিযানে কর্মকর্তারা চোখের সামনে এমন পচা মাছ দেখেও নামকাওয়াস্তে কিছু মাছ নষ্ট করেছে। বাকি সব মাছ বিক্রি হয়ে গেছে। এমন অভিযান লোক দেখানো ছাড়া কিছু নয়। এমন পঁচা ইলিশ বিক্রির জন্য ঐতিহ্যবাহী এই বাজারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

এদিকে চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বড় স্টেশন মাছঘাটে এই অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সরগরম হয়ে উঠেছে দেশের অন্যতম প্রধান এই ইলিশের বাজারটি। বাজারে তাজা ইলিশের পাশাপাশি নরম ও পচা ইলিশ সরবরাহের খবর পেয়ে এই অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। খবর পেয়ে জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক শবে বরাত উপস্থিত হন।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বাজারে পচা মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালাই। এসময় নোনা ইলিশ তৈরিকারী ব্যবসায়ীদের কাছে গেলে এর সত্যতা পাই। পরে তাদের দেয়া তথ্যমতে হাজী বাবুল জমাদারের আড়তে এসে পচা ইলিশ মাছের স্তূপ দেখা যায়, যা খাওয়ার একেবারেই অযোগ্য। পচা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কিছু মাছ নদীতে ফেলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন মাছ বিক্রি করবে না বলে ব্যবসায়ীরা অঙ্গীকার করেন।

এদিকে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বড় স্টেশন মাছঘাটে গেলে সরাসরি হস্তক্ষেপ করেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক। তিনি বলেন, সাংবাদিকরা এসে ব্যবসায়ীদের ক্ষতি করছে। প্রতিদিন এখানে সাংবাদিকদের কাজ কাজ কী?

এ বিষয় চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, মাছঘাটে পচা ইলিশ বিক্রির বিষয়টি অবগত হয়েছি। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

টিজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাতের সাময়িক বন্ধের পর পুনরায় সচল হয়েছে মেট্রোরেল Oct 30, 2025
img
আগামীকাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন Oct 30, 2025
img
চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি Oct 30, 2025
img
আজ ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ রাজনৈতিক দল Oct 30, 2025
img
রাজধানীতে কিশোর গ্যাংয়ের আটক ১০ সদস্য Oct 30, 2025
img
চট্টগ্রামে বর্জ্য থেকেই তৈরি হবে জ্বালানী Oct 30, 2025
img
টাঙ্গাইলের ৪ জন বাদ পড়ল জুলাই যোদ্ধার তালিকা থেকে Oct 30, 2025
img
ভাত ফ্রিজে রাখা কি স্বাস্থ্যকর? Oct 30, 2025
img
ইমাম ও খতিব হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ : এ্যানি Oct 30, 2025
img
সেনা অভিযানে খাগড়াছড়িতে ৪ হাজার ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার Oct 30, 2025
img
স্বর্ণ কিনবেন? জেনে নিন দেশে কত দামে বিক্রি হচ্ছে আজ Oct 30, 2025
img
যুক্তরাষ্ট্রের সরকার শাটডাউন তুলতে টানা ১৩তম বারের মতো ব্যর্থ হলো মার্কিন সিনেট Oct 30, 2025
সাংস্কৃতিক সংগঠন 'মিনার' এর আয়োজিত সীরাত মাহফিলে চাকসু ভিপির বক্তব্য Oct 30, 2025
img
সাইফ হাসানের জন্মদিন আজ Oct 30, 2025
img
যুক্তরাজ্যে অভিবাসন প্রত্যাশীদের পুরনো সামরিক ব্যারাকে রাখার পরিকল্পনা Oct 30, 2025
এইচএসসিতে দেশসেরা! পেয়েছেন ঢাবিতে চান্স! তবুও চাকরির জন্য ঘুরছেন পথে! Oct 30, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 30, 2025
মেট্রো পিলারের বিয়ারিং প্যাডে সিসি ক্যামেরা! Oct 30, 2025
img
তালেবান সরকারকে পাক প্রতিরক্ষামন্ত্রীর কড়া বার্তা Oct 30, 2025
সুষ্ঠু গণভোট অনুষ্ঠানের বাধা বিএনপি-জামায়াত, দাবি পাটওয়ারীর Oct 30, 2025