পচা ইলিশে সয়লাব চাঁদপুর মাছঘাট, ভোক্তা অধিদপ্তরের অভিযান

মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শিকার করা বিপুল পরিমাণ ইলিশ উঠছে চাঁদপুরের বাজারে। এসব মাছের বেশিরভাগই নরম ও পচা। অভিযান শেষ হওয়ার পর গত তিনদিন ধরে চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারের এ দৃশ্য দেখা যাচ্ছে। বিপুল পরিমাণ পচা মাছ আসায় বড় স্টেশন এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ।

ক্রেতারা বলছেন, অভিযানের সময় চুরি করে ধরা এসব মাছ বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়। আর অভিযান শেষেই অসাধু ব্যবসায়ীদের হাত ধরে নিম্নমানের এসব মাছ আনা হয় বাজারে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মাছঘাটে দেখা গেছে, দক্ষিণাঞ্চল থেকে আসা ৭-৮ টি বড় ইলিশের ট্রলারে বরফ দিয়ে মজুদকৃত ইলিশ মাছঘাটে নামানো হচ্ছে, যা নরম ও পচা। এসব ইলিশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ট্রলারে থাকা ইলিশগুলো পচে গেলেও আড়তের সামনে স্তূপ করে রেখে হাকডাকে বিক্রি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাছ ব্যবসায়ী জানান, মূলত মা ইলিশ রক্ষায় নিষিদ্ধ সময়ে উপকূলীয় অঞ্চলে ধরা ইলিশ ট্রলার বোঝাই করে নিয়ে আসা হচ্ছে এই মাছ ঘাটে। তাই এসব ইলিশের মান ভালো না। তাছাড়া ভোক্তা অধিদপ্তরের অভিযানে কর্মকর্তারা চোখের সামনে এমন পচা মাছ দেখেও নামকাওয়াস্তে কিছু মাছ নষ্ট করেছে। বাকি সব মাছ বিক্রি হয়ে গেছে। এমন অভিযান লোক দেখানো ছাড়া কিছু নয়। এমন পঁচা ইলিশ বিক্রির জন্য ঐতিহ্যবাহী এই বাজারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

এদিকে চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বড় স্টেশন মাছঘাটে এই অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সরগরম হয়ে উঠেছে দেশের অন্যতম প্রধান এই ইলিশের বাজারটি। বাজারে তাজা ইলিশের পাশাপাশি নরম ও পচা ইলিশ সরবরাহের খবর পেয়ে এই অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। খবর পেয়ে জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক শবে বরাত উপস্থিত হন।

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, বাজারে পচা মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালাই। এসময় নোনা ইলিশ তৈরিকারী ব্যবসায়ীদের কাছে গেলে এর সত্যতা পাই। পরে তাদের দেয়া তথ্যমতে হাজী বাবুল জমাদারের আড়তে এসে পচা ইলিশ মাছের স্তূপ দেখা যায়, যা খাওয়ার একেবারেই অযোগ্য। পচা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কিছু মাছ নদীতে ফেলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন মাছ বিক্রি করবে না বলে ব্যবসায়ীরা অঙ্গীকার করেন।

এদিকে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বড় স্টেশন মাছঘাটে গেলে সরাসরি হস্তক্ষেপ করেন চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক। তিনি বলেন, সাংবাদিকরা এসে ব্যবসায়ীদের ক্ষতি করছে। প্রতিদিন এখানে সাংবাদিকদের কাজ কাজ কী?

এ বিষয় চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, মাছঘাটে পচা ইলিশ বিক্রির বিষয়টি অবগত হয়েছি। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

টিজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রেফারিকে কখনো গোল দিতে দেখিনি: সালাহউদ্দিন আহমদ Oct 29, 2025
img
দেশে কোনো ধরনের সারের সংকট নেই, দামও বাড়বে না: কৃষি উপদেষ্টা Oct 29, 2025
img
জুলাই সনদে এনসিপির সই না করা একটা পাতানো খেলা হতে পারে: জাহেদ উর রহমান Oct 29, 2025
img
আজও জনপ্রিয় নব্বই দশকের ঝড় তোলা চিত্রনায়িকা শাবনাজ! Oct 29, 2025
img
বিচার বিভাগ নিয়ে আসিফ নজরুলের কণ্ঠে ফ্যাসিস্টের সুর : কায়সার কামাল Oct 29, 2025
img
শেখ হাসিনা আমাকে এমপি-মন্ত্রী বানানোর লোভ দেখিয়েছিল, কিন্তু আপস করিনি: নিজান Oct 29, 2025
img
নির্বাচন বানচালে ছোটখাটো নয় বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা Oct 29, 2025
img
‘জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করছে’, এই বক্তব্য অসত্য : গোলাম পরওয়ার Oct 29, 2025
img
নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু Oct 29, 2025
img
আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য: প্রেসসচিব Oct 29, 2025
img
আইনি পদক্ষেপের কড়া বার্তা দিয়ে মানুষের মুখ বন্ধ করল অভিনেত্রী Oct 29, 2025
img
স্কুলে ভর্তিতে লটারি নাকি পরীক্ষা, জানাল শিক্ষা মন্ত্রণালয় Oct 29, 2025
img
চাঁদপুরে সাড়ে ৩০০ কেজি পচা ইলিশ জব্দ, একলাখ টাকা জরিমানা Oct 29, 2025
img
মেহজাবীন নন, ‘দম’-এর নায়িকা পূজা চেরী Oct 29, 2025
img
বেতন বৃদ্ধির দাবিতে রাসিক কর্মচারীদের বিক্ষোভ Oct 29, 2025
img
মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ: ডিএমটিসিএল Oct 29, 2025
img
সিকদার গ্রুপের ২৪ জনের বিরুদ্ধে ২ মামলায় চার্জশিট দেবে দুদক Oct 29, 2025
img

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ

একাদশে ১টি পরিবর্তন এনে ফিল্ডিংয়ে বাংলাদেশ Oct 29, 2025
img
জুলাই সনদ পাস না হলে সব আত্মত্যাগ ব্যর্থ হবে : বদিউল আলম মজুমদার Oct 29, 2025
img
ভারত-পাকিস্তান সংঘাতে ‘ব্র্যান্ড নিউ’ ৭টি বিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প Oct 29, 2025