দেশে কোনো ধরনের সারের সংকট নেই। পাশাপাশি সারের মূল্যও স্বাভাবিক রয়েছে, দামও বাড়বে না। সেই কারণে কৃষক স্বস্তিতে রয়েছে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সচিবালয়ে কৃষি মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
কৃষি উপদেষ্টা বলেন, এবার আমনের মৌসুমে ভালো উৎপাদন হয়েছে, এবং কৃষকও ভালো মূল্য পাচ্ছে। শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে।
তিনি আরও বলেন, আগামী ২৫ বছরের জন্য খাদ্যশস্য নিয়ে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সরকার। কৃষি জমি সুরক্ষা আইন করতে চাচ্ছে সরকার। কারণ কৃষি জমি কমে যাচ্ছে, জনসংখ্যা বাড়ছে। তাই কৃষি জমি যেনো নষ্ট না হয়, সেই জন্য এই আইন করা হবে।
কৃষি উপদেষ্টা বলেন, খুব শীঘ্রই সারের ডিলার ও একটি নীতিমালা তৈরির জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি করা হয়েছে। সেই কমিটির সুপারিশ অনুযায়ী নীতিমালা তৈরী করা হচ্ছে। যারা যোগ্য, তারাই লাইসেন্স পাবে; কোনো রাজনৈতিক বিবেচনায় সারের ডিলারশিপের লাইসেন্স দেয়া হবে না বলেও জানান তিনি।
কেএন/টিএ