চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি দ্রুতই স্বাক্ষর হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপেক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফরকালে এ কথা বলেন তিনি। এ সময় সম্মেলনের বাইরে ট্রাম্প ও চীনবিরোধী বিক্ষোভ করেন শত শত মানুষ।
অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে টালমাটাল দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সযোগিতা বিষয় জোট এপেক সম্মেলন। যার সমান্তরালে ট্রাম্প-শি জিনপিং বৈঠকেরও আয়োজন করেছে দেশটি।
তবে দেশটির কিছু মানুষ এই আয়োজনের বিরোধিতা করছেন। দক্ষিণ কোরিয়ার মাটিতে যুক্তরাষ্ট্র কিংবা চীনের জায়গা নেই দাবি করে বিক্ষোভ করেন শত শত মানুষ। যদিও গণমাধ্যম বলছে, দেশটির বিক্ষোভ সংস্কৃতির মাপকাঠিতে এটি নেহায়েতই ছোট পরিসরের আন্দোলন।
এর মধ্যেই দক্ষিণ কোরিয়া পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। এদিন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয় ট্রাম্পকে। দেয়া হয় রাজমুকুটের একটি রেপ্লিকাও।
বুধবার (২৯ অক্টোবর) এপেক সিইও সম্মেলনে ট্রাম্প বলেন, দ্রুত দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ চুক্তি চূড়ান্ত করা হবে। এর আগে চলতি বছরের জুলাইয়ে ট্রাম্পের শুল্ক থেকে বাঁচতে ৩৫০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরের সিদ্ধান্ত হয়। তবে, তার কাঠামো বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে চলতি সপ্তাহেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প। বলেন, দুই দেশের জন্যই সুবিধাজনক এমন সমাধানই আশা করছেন তিনি।
এমনকি কোনো ভালো চুক্তি সই হবে বলেও আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, চীনের সঙ্গে সমস্যার সমাধান হলে শুধু দুই দেশই নয়, পুরো বিশ্ব লাভবান হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বৈঠকে বসবেন ট্রাম্প ও জিনপিং। ২০১৯ সালের পর প্রথমবারের মতো এই বৈঠক নিয়ে অনেকেরই ব্যাপক আগ্রহ।
এমআর