ক্ষমতাচ্যুত অলির দলের প্রতিনিধিদের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রীর বৈঠক

গত মাসে দুর্নীতিবিরোধী বিক্ষোভ প্রতিবাদের মুখে সরকার পতনের পর ক্ষমতায় আসা নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি প্রথমবারের মতো দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও জেন-জি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউনিফায়েড মার্ক্সিস্ট-লেনিনিস্ট) প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার দেশটির সরকারি কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক নেতাদের বৈঠকের তথ্য জানিয়েছেন বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বিভিন্ন রাজনৈতিক দল ও তরুণদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সুশীলা কার্কি বলেছেন, ‌‌‘‘সংলাপের অভাবের অবসান ঘটিয়ে আমরা সহযোগিতা ও আস্থার পরিবেশ তৈরি করতে সফল হয়েছি।’’

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞা জারির পর গত ৮ ও ৯ সেপ্টেম্বর দেশটিতে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হলেও পরবর্তীতে তা দীর্ঘদিনের অর্থনৈতিক দুরবস্থা ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভে রূপ নেয়। জেন-জি নেতৃত্বাধীন দুই দিনের সেই বিক্ষোভে অন্তত ৭৩ জন নিহত হন। এছাড়া দেশটির পার্লামেন্ট, আদালত ও সরকারি বিভিন্ন অফিসে আগুনে পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা।

তরুণদের বিক্ষোভে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান সাবেক প্রধান বিচারপতি ৭৩ বছর বয়সী কার্কি। আগামী নির্বাচনের আগ পর্যন্ত হিমালয় কন্যা-খ্যাত নেপালের নেতৃত্ব দেবেন তিনি। বুধবার তরুণ প্রতিনিধিদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বলে জানিয়েছেন তার কার্যালয়ের গণমাধ্যম সমন্বয়ক রাম রাওয়াল।

তিনি বলেন, আগামী বছরের মার্চের নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করাই বড় ধরনের চ্যালেঞ্জ। বিশেষ করে নেপালের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের গভীর অনাস্থা দূর করাই হবে কঠিন কাজ।

কার্কির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সব প্রধান রাজনৈতিক দল এবং কয়েকজন জেন-জি প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠকে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউনিফায়েড মার্ক্সিস্ট-লেনিনিস্ট) প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

রাওয়াল বলেন, বিক্ষোভের পর তাদের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হয়েছিল। এই বৈঠক আসন্ন নির্বাচনের জন্য আস্থার পরিবেশ গড়ে তুলতে সাহায্য করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্কি লিখেছেন, ‘‘নতুন প্রজন্ম, রাজনৈতিক দল ও সরকার—সবার লক্ষ্য এক; অবাধ, নিরাপদ ও সময়মতো নির্বাচন আয়োজন করা।’’

দেশে আইনশৃঙ্খলা ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠায় নেওয়া সব পদক্ষেপ বাস্তবায়ন করবেন বলেও অঙ্গীকার করেছেন তিনি। বৈঠকের পর দেশটির যোগাযোগমন্ত্রী জগদীশ খারেল সাংবাদিকদের বলেছেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে।

গত সেপ্টেম্বরের অস্থিতিশীলতায় নেপালের নড়বড়ে অর্থনীতির জন্য বিশাল ধাক্কা তৈরি করেছে। নেপালের জনসংখ্যা প্রায় তিন কোটি। বিশ্বব্যাংকের হিসাবে দেশটির ৮২ শতাংশ শ্রমশক্তি অনানুষ্ঠানিক খাতে কাজ করে। আর ২০২৪ সালে মাথাপিছু জিডিপি ছিল মাত্র ১ হাজার ৪৪৭ ডলার।

সূত্র: এএফপি।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত Jan 29, 2026
img
অজিত পাওয়ারের মৃত্যু নিয়ে মমতার মন্তব্যে চটেছেন কঙ্গনা Jan 29, 2026
img
ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ Jan 29, 2026
img
কারাগারে অবৈধ ফোন ব্যবহারে ৩০০ কর্মীর শাস্তি Jan 29, 2026
img
সোনারগাঁ উপজেলা যুবদলের ৪ নেতা বহিষ্কার Jan 29, 2026
img
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রধান উপদেষ্টা Jan 29, 2026
img
আবারও ট্রলের শিকার দিলজিৎ দোসাঞ্জ Jan 29, 2026
img
ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ব্যবহারে খরচ হবে টাকা! Jan 29, 2026
img
বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত Jan 29, 2026
img
চাঁদপুরে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত Jan 29, 2026
img
অজিত পাওয়ারের শেষকৃত্য আজ Jan 29, 2026
img
ঋণ খেলাপিদের নাম ও ছবি প্রকাশের অনুমতি চায় ব্যাংকগুলো Jan 29, 2026
img
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি Jan 29, 2026
img
নাগরিকদের পাকিস্তান ভ্রমণে নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্রের Jan 29, 2026
img
স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল ১৬২১৩ টাকা Jan 29, 2026
img
ইরানে বড় হামলা চালাতে পারে ট্রাম্প Jan 29, 2026
img
সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্র টানেলের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে ইরান! Jan 29, 2026
img
দেশকে চালানোর জন্য জামায়াতের নেতৃত্ব নেই : পার্থ Jan 29, 2026
img
রুপার দামেও নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৮১৬ টাকা Jan 29, 2026
img
নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ১৮ নেতা বহিষ্কার Jan 29, 2026