রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর একটি কাতল মাছ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর)) দুপুরে ২৫ কেজি ওজনের কাতলটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।
এর আগে আজ ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় পদ্মায় কাতলটি ধরা পড়ে জেলে কালিপদ হালদারের জালে। স্থানীয় সূত্র জানায়, পদ্মা ও যমুনা নদীর ‘সঙ্গমস্থল’ রাজবাড়ীর গোয়ালন্দে। সেখানে জেলেদের জালে ধরা পড়ছে পাঙ্গাশ, বাঘাইড়, চিতল, বোয়াল, ইলিশসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় পদ্মার মাঝনদীতে নৌকা নিয়ে মাছ শিকারে নামেন জেলে কালিপদ হালদার ও তার সঙ্গীরা। তাদের বাড়ি পাবনার বেড়া উপজেলার নাকালিয়া গ্রামে। সারা রাত জাল বেয়ে সামান্য কিছু ছোট মাছ ধরা পড়লেও তাদের জালে বড় কোন মাছ ধরা পড়ছিল না।
এতে অনেকটা হতাশ হন জেলে কালিপদ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে তাদের জালে ধরা পড়ে বিশাল আকারের একটি কাতল মাছ। অনেক চেষ্টার পর মাছটি ধরে নৌকায় তুলতে পেরে জেলে কালিপদ ও তার সঙ্গীদের মুখে হাসি ফুটে। পরে বিক্রির জন্য ওই দিন (আজ) সকালে কাতলটি নেওয়া হয় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় মোহন মন্ডলের মাছের আড়তে।
সেখানে ২৫ কেজি ওজন মেপে শাজাহান শেখের কাছে এক হাজার ৮০০ টাকা কেজি নিলামদরে কাতলটি বিক্রি করেন জেলে কালিপদ। এদিকে বেশি দামে বিক্রির আশায় তাঁজা ওই কাতলটি দঁড়ি দিয়ে বেঁধে ৫ নম্বর ফেরিঘাট পন্টুনের পাশে পদ্মার পানিতে জিঁইয়ে রাখেন শাজাহান। পরে অনলাইনে যোগাযোগ করে ওই দিন দুপুর ১২টার দিকে কাতলটি অর্ধ লাখ টাকায় বিক্রি করেন শাজাহান।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘জেলে কালিপদ হালদারের কাছ থেকে নিলামে পঁচিশ কেজির একটি তাঁজা কাতল ৪৫ হাজার টাকায় কিনে জিঁইয়ে রেখেছিলাম। পরে অনলাইনে যোগাযোগ করে রাঙামাটি জেলা শহর এলাকার ইতালিপ্রবাসী এক ব্যক্তির কাছে ওই কাতলটি আমি ৫০ হাজার টাকায় বিক্রি করেছি।
এসএস/টিএ