ইরানের চাবাহার বন্দরে আগামী ছয় মাসের জন্য ভারতকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ইরানের দক্ষিণ উপকূলে সিস্তাত-বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর ভারত আর ইরান যৌথভাবে গড়ে তুলছে। আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে পণ্য আমদানি- রফতানির জন্য ইরানের এই বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চাবাহার বন্দর পরিচালনার জন্য ২০২৪ সালের ১৩ মে ১০ বছর মেয়াদী একটি চুক্তি সই করে ভারত। দেশটি ওই বন্দরের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা করেছিল।
সম্প্রতি তালেবান-শাসিত আফগানিস্তানের সাথে সম্পর্ক জোরদার করেছে নয়াদিল্লি। এমনকি ২০২১ সালের চলতি মাসে কাবুলে দূতাবাস পুনরায় চালু করেছে দেশটি। আফগানিস্তানের জনগণের জন্য ভারতের মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রেও এই বন্দরটির কৌশলগত গুরুত্ব অনেক।
ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি এই ঘোষণা দেয়ার পর নয়াদিল্লির জন্য ছাড়ের পদক্ষেপ নেয়া হলো।
গত সপ্তাহে রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোজনেফ্ট ও লুকঅয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর ভারতীয় কোম্পানিগুলো রুশ তেল আমদানি কমিয়ে দিচ্ছে।
বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমি নিশ্চিত করছি যে চাবাহার বন্দর পরিচালনার ক্ষেত্রে আমাদের ছয় মাসের জন্য ছাড় দেয়া হয়েছে। তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে ভারত আলোচনা চালিয়ে যাচ্ছে।
২০১৮ সালে ইরানের চাহবার বন্দরে ভারতীয় কোম্পানিগুলোকে কার্যক্রম পরিচালনায় ‘বিরল’ ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও ওই সময় ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিনিরা।
নাম প্রকাশ না করার শর্তে একজন ভারতীয় কর্মকর্তা বলেছেন, বুধবার থেকে মার্কিন নিষেধাজ্ঞা ছাড় কার্যকর হয়েছে।
চাবাহার বন্দরের শহিদ বেহেশতি টার্মিনাল বর্তমানে ভারত পরিচালনা করছে। প্রতিবেশী আফগানিস্তানের জন্যও এই বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 কারণ এটি দেশটিকে পাকিস্তান ছাড়াই সরাসরি আরব সাগর এবং বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করেছে।
এমআর