টলিউড ইন্ডাস্ট্রিতে রাজনীতির বিষয়টি নতুন নয় বলে মন্তব্য করেছেন প্রবীণ অভিনেতা রণজিৎ মল্লিক। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের সময়ও টলিউডে রাজনীতি ছিল, কিন্তু এখনকার মতো এতটা প্রকট নয়।”
অভিনেতার মতে, ইন্ডাস্ট্রিতে মতবিরোধ বা সমস্যার সৃষ্টি হতেই পারে, তবে তা যদি বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায়, তাহলে সবার জন্যই মঙ্গলজনক। রণজিৎ মল্লিক বলেন, “কোনও সমস্যা হলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সমস্যা মিটিয়ে ফেললে আমি খুশি হব।ঝামেলা না বাড়িয়ে ঐক্যের মধ্য দিয়েই এগিয়ে যাওয়া উচিত।”
তিনি আরও বলেন, “টলিউড সবসময়ই পরিবার ছিল। এখন অনেক নতুন মানুষ কাজ করছে, ভালো কাজও হচ্ছে। তবে একে অপরের প্রতি সম্মান আর বোঝাপড়া থাকলে পরিবেশ আরও সুন্দর হবে।”
রণজিৎ মল্লিকের এই বক্তব্যকে টলিউড মহলের অনেকে সময়োপযোগী মন্তব্য হিসেবে দেখছেন। শিল্পীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যের প্রয়োজনীয়তার বিষয়টি তার কথায় নতুনভাবে উঠে এসেছে।
ইউটি/টিএ