তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জাহরা বেহরুজ-আযার বলেছেন, রেল অবকাঠামো সম্প্রসারণ ও ট্রানজিট সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ইরান ও তুরস্ক আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নারী ও পরিবারবিষয়ক উপ-রাষ্ট্রপতি জাহরা বেহরুজ-আযার তুরস্কের জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়ে বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক বিদ্যমান।
তিনি বলেন, তেহরান ও আঙ্কারা সবসময় ঘনিষ্ঠ ও শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক উপভোগ করেছে, যা তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে অর্থনৈতিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও সামাজিক ক্ষেত্রে আরও প্রসারিত হবে।
তুর্কি দূতাবাস আয়োজিত ওই অনুষ্ঠানে বেহরুজ-আযার বলেন, “রেল অবকাঠামোকে আরও শক্তিশালী করে ইরান ও তুরস্ক পূর্ব ও পশ্চিমকে সংযুক্ত করতে এবং আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ককে দৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও যোগ করেন, রেলওয়ের ধারণক্ষমতা বৃদ্ধি, যৌথ প্রকল্পসমূহ সম্পন্ন করা এবং দুই দেশের মধ্যে পণ্য পরিবহন সহজতর করা শুধু ইরান ও তুরস্কেরই নয়, বরং গোটা অঞ্চলের দেশগুলোরও উপকারে আসবে।
বেহরুজ-আযার সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বও তুলে ধরে বলেন, ইরান ও তুরস্কের সংস্কৃতি ও শিল্পের ক্ষেত্রে “বিশাল সম্ভাবনা” রয়েছে এবং এই যৌথ শক্তিগুলো কাজে লাগিয়ে তারা “ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর ও টেকসই সহযোগিতা” গড়ে তুলতে পারে।
ইএ/টিকে