আগামীকাল রোববারের (২ নভেম্বর) মধ্যে দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব বিভাগে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আগামীকাল রোববার সকাল ১১টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি. (২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর রাজশাহী বিভাগের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া রংপুর রাজশাহী বিভাগেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
এর ফলে আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের নদ-নদীর পানি সাময়িক বৃদ্ধি পেতে পারে। তবে আপাতত বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে জানিয়েছে সংস্থাটি।
পিএ/টিএ