নিজেদের দীর্ঘদিনের ঝুলে থাকা দাবিগুলো নিয়ে এবার সরাসরি রেলপথ অবরোধের পথে হাঁটলেন ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী।
শনিবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় টাঙ্গুয়ার এক্সপ্রেস ট্রেনসহ মোট আট দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
তবে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে অল্প সময়ের মধ্যেই অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অবরোধকারীরা বলছে, অবরোধ ও অবস্থান কর্মসুচীতে সিলেটি বিশিষ্ট রাজনীতিবিদ, সামাজিক ও কমিউনিটি নেতারা উপস্থিত রয়েছেন।
তাদের দাবি, ঢাকা সিলেট রুটে অনুমোদিত ট্রেন হাওর এক্সপ্রেস চালু করতে হবে। আর গড়িমসি করা যাবে না।
তারা জানান, সিলেটের সড়কের অবস্থা বেহাল। মানুষের দুর্ভোগ হচ্ছে যাতায়াতে। তাই নতুন ট্রেনটি চালু হলে কিছুটা উপকার হবে সাধারণ মানুষের।
কেএন/টিএ