সুুষ্ঠু নির্বাচন না হলে আন্দোলনের পর আন্দোলন, বিপ্লবের পর বিপ্লব হবে: শামীম হায়দার

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অন্তর্ভূক্তিমূলক করতে হবে। দেশের ইতিহাসে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় পার্টি, জাসদ, আওয়ামী লীগ মিলে শতকরা ৫০ ভাগ ভোট পেয়েছে। বিপুল সংখ্যক মানুষকে নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ার বাইরে রাখলে ভবিষ্যতে গৃহযুদ্ধ সৃষ্টি হতে পারে। সরকারের উচিত এটি ঠেকাতে সকল দলকে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করা। না হলে দেশ দীর্ঘ মেয়াদে দ্বন্দ্বের ফাঁদে পড়ে যাবে। কিছু দল ঐক্যমত কমিশনের অনুষ্ঠানে স্বাক্ষর করে এক ধরনের ফাঁদে পড়ে গেছে। আজ তারা ঐক্যমত কমিশনের প্রতারণার শিকার হয়েছে বলছেন। আমরা এমন ঐক্যমত কমিশন চাইনি।    

শনিবার (১ নভেম্বর) রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, সংসদ ছাড়া গণভোটে যাওয়ার দাবি বাস্তবায়নে ঐক্যমত কমিশনকে সংসদের স্ট্যাটাস দেওয়া হচ্ছে। এই কমিশন সার্বভৌম নয়, নির্বাচিত নয়, সংসদে পাস হয়নি। তারা কোনো আইন পাস করলে তাহলে সেটি সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, ৫৬টি নিবন্ধিত দলের মধ্যে ঐক্য প্রক্রিয়ায় ৩০টি দলকে ডাকা হয়েছে। যে দলগুলো ডাক পেয়েছে তাদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে।

অনেকে দাবি করেছে আগে গণভোট, পরে নির্বাচন। আমি সংবিধানের ছাত্র হয়ে বলতে পারি, সংবিধানে গণভোটের নিয়ম নেই। ৭২ সালের অরিজিনাল সংবিধানে এটি ছিল।

তিনি আরও বলেন, গণভোটের জন্য একটি বিল ড্রাফট করতে হবে, তারপর সেটি কমিটিতে যাবে। এরপর সংসদে দেখার পর আমার কমিটিতে আসবে সংশোধনের জন্য। এরপর সংসদে পাস হওয়ার পর সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে হলে তাহলে গণভোটে যেতে হবে।

শামীম হায়দার বলেন, ৪৮টি সংস্কার প্রস্তাব বুঝে গণভোটে জনগণকে নিয়ে যাওয়া দূর্ভেদ্য ব্যাপার। গণভোট হলো ভবিষ্যত সংসদকে বেধে ফেলার অপচেষ্টা। ঐক্যমত কমিশনের ৪৮টি সংস্কার সুপারিশ ৮৪ পাতার প্রতিবেদন। গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদকে বেঁধে ফেলা হয়ে তা সাংবিধানিক ধারাকে ব্যহত করবে। এটি জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থাকে অপমানিত করবে। এমন বিকলাঙ্গ চিন্তা থেকে ঐক্যমত কমিশন, অন্তর্বর্তী সরকার ও গণভোটের সমর্থনে থাকা দলগুলোকে ফিরিয়ে আনতে হবে।

নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো সাজানোর দাবি তুলে সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপি দেশের প্রশাসনকে ভাগ করে নিয়েছে। তা তথ্য উপদেষ্টা বলেছেন। এর বাইরে কোনো দল যদি ভোটে আসে, এই প্রশাসনিক কাঠামো সেই দলকে সুষ্ঠুভাবে নির্বাচন করতে দেবে না। নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো সাজাতে হবে ভোটের আগে। নিরপেক্ষ, সৎ প্রশাসনিক কাঠামো ছাড়া সঠিক নির্বাচন করা সম্ভব নয়। দেশে সুুষ্ঠু নির্বাচন না হলে আন্দোলনের পর আন্দোলন, বিপ্লবের পর বিপ্লব হবে। নির্বাচিত সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। নেপালে ১৩ বছরে ১৭টি মুভমেন্ট হয়েছে। এমন আমাদের দেশেও হতে পারে।
   
এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিম, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন লেবুসহ অন্যরা উপস্থিত ছিলেন। এরপর জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির কর্মীসম্মেলনে যোগ দেন।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ফ্যাসিবাদী আমলে জীবাশ্ম জ্বালানির কথা বলেই টাকা হরিলুট করেছে : রিজভী Nov 02, 2025
ট্রাম্পের অভিযোগে নাইজেরিয়া ‘বিশেষ নজরদারির দেশ’ Nov 02, 2025
"আমার ভাই কবরে আসামিরা কেন এখন পর্যন্ত বাইরে " Nov 02, 2025
বিএনপিকে ফ্যাসিবাদ থেকে সরে আসার আহ্বান জানালেন সাদিক কায়েম Nov 02, 2025
পুলিশ কর্মকর্তাদের বদলি: আইন উপদেষ্টাকে বিএনপি–জামায়াতের ফোন Nov 02, 2025
img
নির্বাচন বানচালের পাঁয়তারা করে লাভ হবে না : জুয়েল Nov 02, 2025
img
হিরো আলম ও মমতাজের শূন্যস্থান পূরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী : ছাত্রদল নেতা Nov 02, 2025
মীর কাসেমের ছেলে পেলেন জাতীয় সংসদের কার্যবিধি বই Nov 02, 2025
মওদুদীর নয়, আমরা মদিনার ইসলামের অনুসারী: সালাহউদ্দিন Nov 02, 2025
img
গণভোট পরে হলে এটি হবে জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা : শিবির সভাপতি Nov 02, 2025
সেন্টমার্টিন খুলে দিলেও জাহাজ যাচ্ছে না Nov 02, 2025
'আমি কারো কাছে মাথা বিক্রি করি নাই, এজন্য সত্য কথা বলি Nov 02, 2025
img
৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে শিবচরে বিএনপির জনসমাবেশ Nov 02, 2025
img
প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণার ভিডিও বানোয়াট ও ভিত্তিহীন : রিজভী Nov 02, 2025
img
একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মাহবুবুর রহমান Nov 02, 2025
img
'আলজেরিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করতে চায় সরকার' Nov 02, 2025
img
তুরস্ক থেকে দেশে ফিরেছেন সাড়ে ৫ লাখ সিরীয় শরণার্থী Nov 02, 2025
img
শেষ মুহূর্তে রোনালদো ম্যাজিকে রক্ষা পেল আল নাসর Nov 02, 2025
img
গণভোট ইস্যুতে মুখোমুখি জামায়াত-বিএনপি Nov 02, 2025
img
সকালে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস Nov 02, 2025