সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, ব্যাবসা, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি ও বিনিয়োগ ক্ষেত্রে আলজেরিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সরকার আরও দৃঢ় করতে চায়।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আলজেরিয়ার ৭১তম বিপ্লব দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা ফাওজুল কবির বলেন, ২০২৪-২৫ অর্থবছরে দু'দেশের মধ্যে ৭৯ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। বিদেশিদের জন্য দেয়া সুবিধা নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে আলজেরিয় উদ্যোক্তাদের আহ্বান জানান তিনি।
অপরদিকে, আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দেল ওহাব সাইদানি বলেন, ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশ-আলজেরিয়া সম্পর্ক এগিয়ে নিতে তারা কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
টিজে/টিএ