সিলেটের উন্নয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ

সিলেট বিভাগের উন্নয়নের জন্য পাঁচশত কোটি টাকা বরাদ্দ আছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নবিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এমএ মান্নান জানান, সিলেট বিভাগের উন্নয়নের জন্য আমার হাতে পাঁচশত কোটি টাকা আছে। এসব টাকার একটি অংশ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে ব্যয় করা হয়েছে এবং বাকি টাকা বিভাগের উপজেলা পর্যায়ে ব্যয় করা হবে।

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে পাঁচতলা ভবন নির্মাণের ঘোষণা দেন মন্ত্রী। এছাড়া ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িকে একটি গাড়ি ও ইতানগঞ্জকে একটি থানায় বাস্তবায়নের জন্য সহযোগীতার আশ্বাস দেন মন্ত্রী।

এর আগে পরিকল্পনামন্ত্রী ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। পরে প্রশাসনের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়ার এর সভাপতিত্ব করেন।

 

টাইমস/এএইচ/টিএইচ

Share this news on: