ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও দারুণ শুরু করেছিল অস্ট্রেলিয়া। তবে তৃতীয় ম্যাচে এসে অজিদের হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত।
রোববার (২ নভেম্বর) বেলেরিভ ওভালে টসে হেরে আগে ব্যাট করে ১৮৬ রান করে স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৯ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা ভেস্তে যায় বৃষ্টির কারণে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে লিড নেয় অজিরা। তবে তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টিম ইন্ডিয়া।
এমআর/এসএন