অর্থ তছরূপ ও জনসম্পদ সরিয়ে নেওয়ার অভিযোগে অনিল আম্বানি নেতৃত্বাধীন রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল ভারতের ডিরেক্টরেট (ইডি)।
মুম্বাইয়ের পালি হিলের বিলাসবহুল পারিবারিক আবাসন, দিল্লিতে অবস্থিত রিলায়েন্স সেন্টার এবং অন্তত ৮টি শহরের সাময়িকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। এই বাজেয়াপ্ত সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ৩ হাজার ৮৪ কোটি রুপি।
গত ৩১শে অক্টোবর প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ জারি
বাজেয়াপ্ত হওয়া রিয়েল এস্টেট সম্পত্তিগুলো দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, মুম্বাই, পুনে, থানে, হায়দ্রাবাদ, চেন্নাই এবং অন্ধ্র গোদাবরিসহ বিভিন্ন শহরে ছড়িয়ে আছে। এর মধ্যে রয়েছে আবাসিক ইউনিট, অফিস চত্বর এবং জমির অংশ।
তথ্যসূত্র: এনডিটিভি
আরপি/টিএ