আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা ১০মিনিট) সংঘর্ষ চলছে।
জানা যায়, উপজেলার হামিরদী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইতিমধ্যেই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এখন পর্যন্ত সংঘর্ষ চলছে, আহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এমআর/এসএন