খাগড়াছড়ির দীঘিনালায় একটি ট্রাক উল্টে এক ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকটির চালকসহ আরো তিনজন।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বড়াদম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম খোকন চন্দ্র দাস (৫০)।
তিনি উপজেলার থানাপাড়া এলাকার সুকুমার দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন চন্দ্র দাস নিজের বাগান থেকে ট্রাকে কাঠ বোঝাই করে দীঘিনালা সদরে নিয়ে যাচ্ছিলেন। ট্রাকটিতে তিনিসহ চালক ও দুজন গাছ কাটার শ্রমিক ছিলেন।
ট্রাকটি উপজেলার বড়াদম এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ট্রাকে থাকা চারজনই আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় খোকনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
আরপি/টিকে