অভিনেতা হিরন নিজের ক্যারিয়ারের ধরন নিয়েই করলেন স্পষ্ট ঘোষণা। তিনি জানালেন, অভিনয়ের শুরু থেকে আজ পর্যন্ত তিনি কেবল নায়ক হিসেবেই কাজ করেছেন, কখনও পার্শ্বচরিত্রে অভিনয় করেননি। তাঁর কথায়, “পুরোদস্তুর নায়ক করেছি, কখনও বাবা, কাকা, মামা, দাদা বা পার্শ্বচরিতে অভিনয় করিনি।”
বাংলা চলচ্চিত্রে একসময় তরুণ হৃদয়ের ক্রাশ ছিলেন হিরন। রোমান্টিক চরিত্রে যেমন তিনি দর্শকদের মুগ্ধ করেছেন, তেমনই অ্যাকশন ও সামাজিক গল্পেও রেখেছেন নিজের স্বতন্ত্র ছাপ। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক সহশিল্পী যেখানে চরিত্রভিত্তিক অভিনয়ে সরে গেছেন, সেখানে হিরন এখনো নিজের পরিচয়কে নায়কের অবস্থানেই সীমাবদ্ধ রেখেছেন।
শিল্পী হিসেবে এই অবস্থান ধরে রাখার বিষয়টি নিয়ে হিরনের ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ মনে করছেন, এটি তাঁর আত্মবিশ্বাসের প্রকাশ, আবার কেউ বলছেন, সময়ের সঙ্গে চরিত্রে বৈচিত্র্য আনা একজন শিল্পীর বিকাশে প্রয়োজনীয়।
তবে হিরনের এই মন্তব্যে একটা বিষয় পরিষ্কার, তিনি এখনো নিজেকে নায়ক হিসেবেই দেখতে চান, সেটাই তাঁর পরিচয়, সেটাতেই তাঁর গর্ব।
আরপি/টিএ