প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে শুভেচ্ছায় সিক্ত ভারত নারী দল। সেই সাথে মিলছে বিরাট অঙ্কের পুরস্কারও। বিশ্বকাপ জিতে রেকর্ড অঙ্কের প্রাইজমানি তো পেয়েছেই, বোর্ডের তরফ থেকে ৫১ কোটি রুপি বা ৭০ কোটি টাকা পুরস্কার পাচ্ছে ভারত নারী দল।
২০২৩ সালে ঘরের মাঠে পুরুষ বিশ্বকাপের ফাইনালে শিরোপা হাতছাড়া হয়েছিল ভারতের। তবে নারীরা ঘুচিয়েছেন সেই আক্ষেপ। তাতে গোটা ভারত আনন্দে উদ্ভাসিত।
নারীরা বিশ্বকাপ জয়ের পর পুরস্কার ঘোষণায় খুব একটা দেরি করেনি বিসিসিআই। বার্তা সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, ঐতিহাসিক এই অর্জনে ভারতীয় দলকে ৫১ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা ৭০ কোটি টাকারও বেশি। পুরো টাকাটা পাবেন ভারতীয় দলের ক্রিকেটার, কোচ, স্টাফরা।
বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া ক্রিকবাজকে জানিয়েছেন, আইসিসি থেকে যে পুরস্কার পেয়েছে দল, সেখানে হাত না দিয়ে আলাদাভাবে আরও ৫১ কোটি রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তার অংশ পাবেন নারী দলের নির্বাচক, সাপোর্ট স্টাফ- সবাই।
এছাড়া শিরোপা জয়ের মাধ্যমে আইসিসির কাছ থেকে ভারতীয় নারী দল পেয়েছে ৪.৪৮ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় ৪২ কোটি রুপির মতো। রেকর্ড প্রাইজমানির এবারের নারী বিশ্বকাপে বাংলাদেশ দল সপ্তম স্থান অর্জন করে। বাঘিনীরা পেয়েছে ৬ কোটি টাকা।
আইকে/ টিএ