ভেনিজুয়েলার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন ঘনিয়ে এসেছে বলে শক্ত ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, "আমার সন্দেহ আছে, যুদ্ধ হবে বলে আমি মনে করি না। তবে তারা (ভেনেজুয়েলা) আমাদের সাথে খুব খারাপ আচরণ করছে।"
সিবিএস-এর স্বনামধন্য অনুষ্ঠান 'সিক্সটি মিনিটস'-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। একইসাথে ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীনের মতো দেশগুলোর সাথে পাল্লা দিতে আমেরিকা পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করবে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মাদুরোর ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে আসছে।
এর আগে ভেনেজুয়েলায় 'কথিত মাদকবাহী' জাহাজে একাধিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। বিষয়টিকে জাতিসংঘের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মার্কিন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন।
তথ্যসূত্র: বিবিসি
আইকে/ টিএ