ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে খুলনা-২ আসন থেকে চূড়ান্ত প্রার্থী হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর নাম ঘোষণা করা হয়েছে।
             
        
সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।
চলতি বছরের নির্বাচনে নজরুল ইসলাম মঞ্জুর আবারও রাজনৈতিক অঙ্গনে ফিরে আসা বড় ধরনের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন পর খুলনা বিএনপির রাজনীতির পুরোনো মুখ হিসেবে তিনি আলোচনায় ফিরলেন।
এদিকে, নজরুল ইসলাম মঞ্জু দাবি করেছেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করে তাকে খুলনা-২ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করার খবর জানান। রোববার (২ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে তাকে ফোন করে নির্বাচনী প্রস্তুতি শুরুর নির্দেশ দেন তারেক রহমান।
মঞ্জু বলেন, 'আমি তখন চিকুনগুনিয়া আক্রান্ত ছিলাম, তবে তারেক রহমান আমাকে বলেছিলেন সুস্থ হয়ে দ্রুত মাঠে নামতে। তিনি সবাইকে একত্রিত হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন।' রাজনৈতিক জীবনে ৪৬ বছরের দীর্ঘ যাত্রায় নজরুল ইসলাম মঞ্জু খুলনা বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ছাত্রদল থেকে রাজনীতিতে পা রাখার পর তিনি ১৯৮৭ সালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ১৯৯২ থেকে টানা ১৭ বছর সাধারণ সম্পাদক এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়লাভ করেন তিনি।
২০১৮ সালের নির্বাচনে দলের প্রতি কিছু অমীমাংসিত অবস্থার কারণে কিছুটা রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হলেও এবার জাতীয় নির্বাচনে খুলনা-২ আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে আবারও বিএনপির রাজনীতির মূল ধারায় ফিরে এলেন তিনি।
বর্তমানে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হলেও মঞ্জু জানান, 'আমি দ্রুত সুস্থ হয়ে মাঠে নামবো এবং খুলনা-২ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।'
এসএস/টিএ