সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জিতেছে ভারত। এ দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য পেসার রেনুকা সিং ঠাকুর ও ক্রান্তি গৌড়। বিশ্বকাপ জয়ী দুই সদস্যের জন্য আলাদাভাবে দুই কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে তাদের দুই মুখ্যমন্ত্রী।
             
        
হিমাচল প্রদেশের সিমলার রোহরু এলাকার খেলোয়াড় রেনুকা সিং। প্রদেশটির মুখ্যমন্ত্রী সুখবীন্দর সিং সুখ তার জন্য এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন। ইতিহাস তৈরি করা ভারতীয় দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি রেনুকার সাথে ফোনে কথা বলেছেন সুখবীন্দর।
ভারতীয় দলের আরেক পেসার ক্রান্তি গৌড়। দলের গুরুত্বপূর্ণ সদস্য ক্রান্তির বাড়ি মধ্যপ্রদেশের ছাত্রাপুর জেলায়। এ প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ক্রান্তির সাফল্যে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন।
ঘরের মাঠে ইতিহাস লিখেছে ভারত। সাউথ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দেশটি। রোববার টসে জিতে ভারতকে আগে ব্যাটে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্ট। নেমে ৭ উইকেটে ২৯৮ রান তোলে ভারত। জবাবে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়াবাহিনী। ৫২ রানে জিতে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত।
টিএম/টিএ