বলিউডের আলোচিত নায়িকা রাশমিকা মন্দান্না এবার ভিন্নভাবে সকলের হৃদয় ছুঁয়ে চলেছেন। তার নতুন চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’-এর জন্য তিনি কোনও পারিশ্রমিক নেননি। শুধু গল্পের প্রতি বিশ্বাস ও আবেগই ছিল তার একমাত্র প্রেরণা। কলেজের প্রাণবন্ত পটভূমিতে আবর্তিত এই রোমান্টিক নাটকটি শুধু তার অভিনয় নয়, বরং তার এই সাহসী পদক্ষেপের জন্যও সমাদৃত।
প্রযোজক ধীরাজ মোগিলিনেনি জানিয়েছেন, রাশমিকার এই অঙ্গীকার পুরো টিমকে আবেগময় করেছে। তিনি বলেছেন, “আমরা সিনেমার প্রভাব নিয়ে এতটাই আত্মবিশ্বাসী যে মুক্তির পর তাকে দ্বিগুণ পারিশ্রমিক দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
রাহুল রাভিন্দ্রানের পরিচালনায় এবং দীক্ষিত শেট্টির সঙ্গে অভিনীত এই সিনেমা ১৪ নভেম্বর পাঁচটি ভাষায় মুক্তি পাবে। আল্লু অরবিন্দের ‘গীতা আর্টস’ ব্যানারে তৈরি সিনেমাটি আবেগঘন এক যাত্রা উপস্থাপন করবে, যা তরুণ প্রজন্মের দর্শকদের মন ছুঁয়ে যাবে। রাশমিকা আবার প্রমাণ করলেন, অভিনয় শুধু তারকা হওয়ার নয়, হৃদয়ের কথাও প্রকাশ করার।
ইএ/এসএন