চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নেমেই ইতিহাস গড়লেন আর্সেনালের তরুণ মিডফিল্ডার ম্যাক্স ডাউম্যান। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে মাঠে নামার রেকর্ডটা এখন তার দখলে।
আর্সেনালের তরুণ মিডফিল্ডার ম্যাক্স ডাউম্যান।
ম্যাচের ফল নিয়ে অনিশ্চয়তা তখন অনেকটাই কেটে গেছে। সেই সময় বদলি নামলেন ম্যাক্স ডাউম্যান। আর সবুজ আঙিনায় প্রথম স্পর্শেই গড়লেন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বকনিষ্ট খেলোয়াড়ের রেকর্ড।
স্লাভিয়া প্রাহার মাঠে মঙ্গলবার (৪ নভেম্বর) রাতের ম্যাচে ৭২তম মিনিটে ত্রোসাদের বদলি হিসেবে নামেন ডাউম্যান। সেই সঙ্গে জন্ম হয় নতুন এই ইতিহাসের।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাঠে নামার রেকর্ড গড়েছেন ডাউম্যান। মাঠে নামার সময় ডাউম্যানের বয়স ছিল মাত্র ১৫ বছর ৩০৮ দিন। ইংলিশ এই তারকা ভেঙে দিলেন জার্মান স্ট্রাইকার মুকোকোর রেকর্ড। ২০২০ সালে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১৬ বছর ১৮ দিন বয়সে মাঠে নেমে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
নামের পাশে আরেকটি রেকর্ড আগে থেকেই আছে ডাউম্যানের। গত বুধবার (২৯ অক্টোবর) লিগ কাপে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে খেলতে নেমে তিনি গড়েন আর্সেনালের ইতিহাসে সবচেয়ে কম বয়সে শুরুর একাদশে খেলার কীর্তি।
এছাড়া প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবেও নাম লেখান তিনি। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে স্লাভিয়া প্রাহার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে আর্সেনাল।
জোড়া গোল করেছেন মারিনো, একটি গোল এসেছে সাকার পা থেকে।
এমকে/এসএন