খেলাধুলা ও দাতব্যকাজে অবদানের জন্য 'নাইটহুড' উপাধি পেয়েছেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। বিশেষ এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত তিনি।
ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসলে এক অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণ করেন ৫০ বছর বয়সি বেকহ্যাম। এখন থেকে তার নামের শুরুতে বসবে স্যার উপাধি।
বর্ণিল ক্যারিয়ারে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে। পরে এলএ গ্যালাক্সি, পিএসজি, এসি মিলানের মতো দলগুলোর হয়ে মাঠ মাতিয়েছেন সাবেক এই মিডফিল্ডর। ইংল্যান্ডের হয়ে ১১৫ ম্যাচ খেলেছেন বেকহ্যাম। নেতৃত্ব দিয়েছেন ৫৯টিতে।
দলটির হয়ে বেকহ্যামের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল দু'জন। জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপের পাশাপাশি দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে মূল দলে যোগ দিয়ে বেকহ্যাম প্রিমিয়ার লিগ জিতেছেন ছয়টি। ২০১৩ সালে ফুটবলকে বিদায় জানান তিনি। বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সভাপতি ও মালিকদের একজন বেকহ্যাম।
ইএ/এসএন