ইয়ামালের দৃষ্টিনন্দন গোলের পরও জয়বঞ্চিত বার্সেলোনা

নতুন মৌসুমে একের পর এক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। বেলজিয়ামের ক্লাব ব্রুগের কাছে এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যেখানে ৩ দফায় পিছিয়ে প্রতিবারই সমতায় ফেরে হ্যান্সি ফ্লিকের দল। তবে শেষ পর্যন্ত তাদের ৩–৩ সমতা নিয়েই ফিরতে হলো। বাধা উৎরানো হয়নি লামিনে ইয়ামালের দৃষ্টিনন্দন এক গোলের পরও।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি খেলতে বেলজিয়ামে উড়ে গিয়েছিল বার্সা। যেখানে স্বাগতিকরা প্রতিবারই লিড নিয়ে তাদের বড় চমকই দিয়েছে। যদিও ম্যাচজুড়ে সবদিক থেকে আধিপত্য ছিল কাতালানদের। ক্লাব ব্রুগের পক্ষে কার্লোস ফোর্বস জোড়া এবং নিকোলো ট্রেসোল্ডি একটি গোল করেন। অন্যদিকে, ফেররান তোরেস ও লামিনে ইয়ামাল একটি করে গোলে ব্যবধান কমান। তাদের তৃতীয় গোলটি আসে ব্রুগ ফুটবলারের আত্মঘাতী অবদানে।

৭৭ শতাংশ বলের পজেশন নিয়ে বার্সেলোনা গোল পেতে মোট ২৩টি শট নিয়েছিল, এর মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। বিপরীতে ১১ শটের ৬টি লক্ষ্যে ছিল ব্রুগের। এর আগে বেলজিয়ামের ক্লাবটির সঙ্গে দু’বারের দেখায় জিতেছিল বার্সা। এবার আর সেই সৌভাগ্য হলো না। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের জয় মাত্র দুটি, বাকি ৩টিতে হার এবং একটিতে ড্র করেছে। ব্রুগের ম্যাচে অবশ্য তাদের জন্য স্বস্তির খবর ইনজুরি কাটিয়ে ফিরেছেন রবার্ট লেভান্ডফস্কি।

ম্যাচের প্রথমার্ধেই ব্রুগ লিড নেয় ২-১ ব্যবধানে। মাত্র সাত মিনিটের মাথায় তাদের এগিয়ে দেন ট্রোসোল্ডি। ফোর্বসের বাড়ানো ক্রসে তিনি বল জালে জড়ান। প্রায় একইভাবে দুই মিনিটের মধ্যে বার্সাকে সমতায় ফেররান তোরেস। তিনি ফারমিন লোপেজের ক্রসে ছুটে গিয়ে গোলটি করেছেন। আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে ১৭ মিনিটে আবারও স্বাগতিকদের গোল। এবার ফোর্বস প্রতি-আক্রমণে গিয়ে আড়াআড়ি শটে বার্সার জালে দ্বিতীয় গোলটি করেন। বিরতির আগে জুল কুন্দের একটি শট গোলবারে লাগে এবং তোরেস দারুণ এক সুযোগ হাতছাড়া করে বাইরে মেরে দিয়ে।

বিরতির পর গোল পেতে মরিয়া বার্সার পক্ষে অল্প সময়ের মধ্যে দুটি শট নেন লোপেজ-ইয়ামাল। দু’বার ব্রুগ গোলরক্ষক নর্ডিন জ্যার্কাস তাদের হতাশ করেছেন। ৫৯ মিনিটে এরিক গার্সিয়ার জোরালো এক শট ফেরে ক্রসবারে লেগে। দুই মিনিট বাদেই স্প্যানিশ জায়ান্টদের সমতায় ফেরান ইয়ামাল। তার এই গোলটি ছিল চোখে লেগে থাকার মতো। অনেকে আবার লিওনেল মেসির সঙ্গে মেলাতে চাইবেন। স্প্যানিশ ফরোয়ার্ড ডি বক্সের বাইরে বল পেয়ে দু’জনকে কাটিয়ে দানি ওলমোকে বাড়িয়ে ডি বক্সে ঢুকে পড়েন। ফিরতি পাস পেয়ে পায়ের কারিকুরিতে আরও দু’জনের বাধা এড়িয়ে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান ইয়ামাল।

বার্সার সেই স্বস্তি কেড়ে নেন ফোর্বস। রক্ষণচেরা এক পাস পেয়ে তিনি বল জালে জড়ান গোলপোস্ট ঘেঁষে। ৬৯ মিনিটে ইয়ামালের বাঁকানো শট গোলরক্ষকের বাধায় কর্নারে পরিণত হয়। ৭৭ মিনিটে ফের সমতায় ফেরে বার্সেলোনা। এখানে ইয়ামালের অবদান আছে ঠিক, তবে তার শট স্বাগতিক ফুটবলার ক্রিস্টোস জলিসের মাথায় লেগে দিক পাল্টে জালে জড়ায়। বাকি সময় বার্সাকে আটকে রেখে আর লিড পেতে দেয়নি ব্রুগ। ফলে ৩-৩ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় কাতালানদের।

এখন পর্যন্ত ৪ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ের পর ৭ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান ১১ নম্বরে। চার ম্যাচের সবকটিতেই জিতে শীর্ষ তিনে আছে যথাক্রমে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলান।

আইকে/এসএন 

Share this news on:

সর্বশেষ

''গণভোট না হলেই বরং জাতীয় সংসদ নির্বাচন সংকটে পড়ে যাবে'' Nov 06, 2025
খালেদা জিয়ার নির্দেশে নির্বাচনী মাঠে আরিফুল হক Nov 06, 2025
ধানের শীষে ফিরছেন কিবরিয়া পুত্র! Nov 06, 2025
img
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির উদ্দেশে প্রিয়াঙ্কা চোপড়ার বার্তা Nov 06, 2025
img
সাবেক মন্ত্রী মায়া ও তার পরিবারের ৮১টি ব্যাংক হিসাব জব্দ Nov 06, 2025
img
যমুনায় জামায়াতসহ ৮ দলের নেতারা, স্মারকলিপি নিলেন আদিলুর রহমান Nov 06, 2025
img
সর্বমিত্র চাকমার ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামির মন্তব্য Nov 06, 2025
img
এবার প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পাচ্ছেন যুব ক্রিকেটাররাও Nov 06, 2025
img
বিতর্কের মাঝে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন মাধুরী Nov 06, 2025
img
মানুষটা আপনাদের কাছে খারাপ হতে পারে কিন্তু সে আমার সন্তানের বাবা : মো. তারেকের স্ত্রী Nov 06, 2025
img
বিএনপিকর্মী আব্দুল হাকিম হত্যায় গ্রেপ্তার ৪ Nov 06, 2025
img

নভেম্বরে গণভোটসহ ৫ দাবি

জামায়াত সেক্রেটারির নেতৃত্বে যমুনায় ৮ দলের প্রতিনিধিরা Nov 06, 2025
img
দুর্নীতির মামলায় এস কে সুরের বিচার শুরু Nov 06, 2025
img
গুগল ক্রোমে এআই মোড এখন আরও সহজ Nov 06, 2025
img
ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে : অ্যার্টনি জেনারেল Nov 06, 2025
img
মোদির রূপচর্চার রহস্য জানতে চাইলেন ভারতীয় ক্রিকেটার Nov 06, 2025
img
ফিফা থেকে শান্তিতে পুরস্কার পাচ্ছেন ট্রাম্প! Nov 06, 2025
img
জেমকন গ্রুপের সিইও কাজী আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা Nov 06, 2025
img
অসুস্থতার কারণে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারছেন না সৌমিতৃষা Nov 06, 2025
img
বাবা-ছেলের জন্মদিন একই দিনে Nov 06, 2025