২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে আরও সহিংসতার শঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। এই শঙ্কা নিয়ে আইআরআই-এর সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব বৈঠক করেছেন, সেখানেও বারবার সরকারের দিক থেকে বলা হয়েছে- আগামী নির্বাচনকে সামনে রেখে কারা, কীভাবে নির্বাচন বানচাল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করবে। সে বিষয়ে মোটামুটি জাতি অবগত। সরকার এই পরিস্থিতি মোকাবিলার জন্য যাবতীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেন, আইআরআই-এর যে ফাইন্ডিংস বা আশঙ্কার কথা আপনি বলছেন, এটার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। সরকারও এই সমস্ত বিষয়ে অবগত রয়েছে এবং সে বিষয়ে সক্রিয়ভাবেই যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, সেগুলো নিচ্ছে।
কেএন/টিকে